টিকায় আগ্রহ বাড়াতে শোভাযাত্রা

ফরিদপুরের সদরপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণে সচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন- উপজেলার আনসার ও ভিডিপি উন্নয়নের ব্যাংকের ম্যানেজার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রহিমা বেগম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা। এতে আরো অংশগ্রহণ করেন- উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপিসহ বিভিন্ন এলাকার আনসার সদস্যসহ তাদের দলনেতা ও দলনেত্রীরা অংশগহন করেন। এতে বক্তরা করোনার টিকা গ্রহনের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আরো বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে টিকা আনা সম্ভব হয়েছে। তা সকলকে গ্রহণ করে করোনা প্রতিরোধ করার আহবান জানানো হয়েছে।

বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১ , ১১ ফাল্গুন ১৪২৭ ১১ রজব ১৪৪২

টিকায় আগ্রহ বাড়াতে শোভাযাত্রা

প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)

ফরিদপুরের সদরপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিস কর্তৃক আয়োজিত কোভিড-১৯ টিকা গ্রহণ ও উদ্বুদ্ধকরণে সচেতনতামুলক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন- উপজেলার আনসার ও ভিডিপি উন্নয়নের ব্যাংকের ম্যানেজার, থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রহিমা বেগম, আনসার ও ভিডিপি প্রশিক্ষক নাহিদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তারা। এতে আরো অংশগ্রহণ করেন- উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপিসহ বিভিন্ন এলাকার আনসার সদস্যসহ তাদের দলনেতা ও দলনেত্রীরা অংশগহন করেন। এতে বক্তরা করোনার টিকা গ্রহনের সুফল সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরেন। তারা আরো বলেন, বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় দেশে টিকা আনা সম্ভব হয়েছে। তা সকলকে গ্রহণ করে করোনা প্রতিরোধ করার আহবান জানানো হয়েছে।