‘নদীর জলে শাপলা ভাসে’তে শিরীন শিলা

রাজধানীর একটি ইউনিভার্সিটি থেকে সমাজ কর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। তাই আপাতত পড়াশোনা নিয়েই ভীষণ ব্যস্ত তিনি। এই পরীক্ষা শেষ হলেই আগামী ৫ মার্চ থেকে রাজশাহীর চরে শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার কাজ। এর কাহিনী লিখেছেন মশিউর রহমান এবং পরিচালনা করবেন মেহেদী হাসান। সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘আমি এখন পর্যন্ত অনেকগুলো সিনেমাতে কাজ করেছি। কিন্তু এটা সত্য যে সবগুলোর মধ্যে এই সিনেমার গল্পটাই আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিচালকের প্রবল আগ্রহ আছে কাজটিকে তার মনের মতো নির্মাণ করার। কিছু চলচ্চিত্র এমন যে পরিচালকের স্বপ্নের সিনেমা হয়ে থাকে। মেহেদী ভাইয়ের এটি অনেক দিনের স্বপ্নের সিনেমা। আমার বিশ^াস এই সিনেমাটি আমার জন্যও অনেক সম্মান বয়ে আনবে।’ পড়াশোনা শেষে চাকরি করার ইচ্ছে আছে কী নাÑএমন প্রশ্নের জবাবে শিরীন শিলা জানান, সিনেমাতে অভিনয়ই তার পেশা। তাই আপাতত অভিনয় নিয়েই তার যত ভাবনা। এদিকে রোশানের সঙ্গে শিরীন শিলার ইকবালের পরিচালনায় ‘ফাইটার’ নামের নতুন আরও একটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে। আগামী ঈদে মুক্তি পাবে শিরীন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক, নাট্যাভিনেতা ইমন। ‘ডাইরেক্ট অ্যাকশান’ প্রসঙ্গে শিলা বলেন, ‘এই সিনেমার আগের নাম ছিল সাহসী যোদ্ধা।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

‘নদীর জলে শাপলা ভাসে’তে শিরীন শিলা

বিনোদন প্রতিবেদক |

image

রাজধানীর একটি ইউনিভার্সিটি থেকে সমাজ কর্ম বিষয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন চিত্রনায়িকা শিরীন শিলা। তাই আপাতত পড়াশোনা নিয়েই ভীষণ ব্যস্ত তিনি। এই পরীক্ষা শেষ হলেই আগামী ৫ মার্চ থেকে রাজশাহীর চরে শিরীন শিলা শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা ‘নদীর জলে শাপলা ভাসে’ সিনেমার কাজ। এর কাহিনী লিখেছেন মশিউর রহমান এবং পরিচালনা করবেন মেহেদী হাসান। সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘আমি এখন পর্যন্ত অনেকগুলো সিনেমাতে কাজ করেছি। কিন্তু এটা সত্য যে সবগুলোর মধ্যে এই সিনেমার গল্পটাই আমার মনকে বেশি ছুঁয়ে গেছে। যে কারণে কাজটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। পরিচালকের প্রবল আগ্রহ আছে কাজটিকে তার মনের মতো নির্মাণ করার। কিছু চলচ্চিত্র এমন যে পরিচালকের স্বপ্নের সিনেমা হয়ে থাকে। মেহেদী ভাইয়ের এটি অনেক দিনের স্বপ্নের সিনেমা। আমার বিশ^াস এই সিনেমাটি আমার জন্যও অনেক সম্মান বয়ে আনবে।’ পড়াশোনা শেষে চাকরি করার ইচ্ছে আছে কী নাÑএমন প্রশ্নের জবাবে শিরীন শিলা জানান, সিনেমাতে অভিনয়ই তার পেশা। তাই আপাতত অভিনয় নিয়েই তার যত ভাবনা। এদিকে রোশানের সঙ্গে শিরীন শিলার ইকবালের পরিচালনায় ‘ফাইটার’ নামের নতুন আরও একটি সিনেমায় কাজ শুরু করার কথা রয়েছে। আগামী ঈদে মুক্তি পাবে শিরীন শিলা অভিনীত ‘ডাইরেক্ট অ্যাকশান’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক, নাট্যাভিনেতা ইমন। ‘ডাইরেক্ট অ্যাকশান’ প্রসঙ্গে শিলা বলেন, ‘এই সিনেমার আগের নাম ছিল সাহসী যোদ্ধা।