চরফ্যাশন পৌর নির্বাচন

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতারা ঐক্যবদ্ধ

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচন। জনগণের ভোটের মাধ্যম্যে নৌকা মার্কার বিজয় ঘরে তুলতে উপজেলা নেতাদের সমন্বয়কে সাহস যোগাচ্ছেন ভোলা জেলা আওয়ামী লীগ। গত রোববার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল কাদের মজনু মোল্লা মেয়র প্রার্থী এসএম মোরশেদ মিয়াকে সঙ্গে নিয়ে চরফ্যাশন বাজারের কয়েকটি গলিতে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে নৌকা মার্কার লিফলেট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া চান। এ সময় মজনু মোল্লা ব্যবসায়ীদেরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এসএম মোরশেদ। আপনারা নৌকায় ভোট দিলে চরফ্যাশন পৌর এলাকায় ভবিষ্যতে আরও উন্নয়ন হবে। গণসংযোগকালে তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভিপি, আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ অধ্যাপক কয়সর আহমদ দুলাল, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষন্ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শুভ্র মনিরসহ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও গত মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু চরফ্যাশন পৌর এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন বলে সূত্র জানায়। আসন্ন চরফ্যাশন পৌর নির্বাচন বিষয়ে যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন জানান, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে দলীয় মেয়র প্রার্থী এসএম মোরশেদ মিয়ার পক্ষে নৌকা মার্কায় জনগণের কাছে ভোট চাইছেন। ভোটের প্রচারণাভিযানে সম্প্রতি চরফ্যাশন পৌর এলাকার ১নং ওয়ার্ডে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তৃতাকালে মেয়র নির্বাচিত হলে চরফ্যাশন পৌর এলাকাকে একটি আধুনিক, উন্নত এবং শান্তিময় পৌর এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোরশেদ মিয়া। কর্মী সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, বর্তমান মেয়র বাদল কৃষন দেবনাথ, আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ কয়সর আহমদ দুলাল, চেয়ারম্যান হাশেম মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষন্ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শুভ্র মনির প্রমুখসহ নেতারা উপস্থিত ছিলেন। কর্মী সভায় স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, নারীকর্মী ও সাধারণ জনগণ উৎসাহ উদ্দীপনায় অংশ নেন। সূত্র জানায়, চরফ্যাশন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী নীলিমা নিগার সুলতানা সম্প্রতি চরফ্যাশনে সংগঠনের নারী নেত্রী ও কর্মীদের নিয়ে সভা করেন। সভায় দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে পৌর এলাকার ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে নির্দেশনা দেন মহিলা লীগ কর্মীদের। মহিলা আওয়ামী লীগের কর্মীরা পৌর এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে নারী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইছেন।

বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১ , ১২ ফাল্গুন ১৪২৭ ১২ রজব ১৪৪২

চরফ্যাশন পৌর নির্বাচন

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে নেতারা ঐক্যবদ্ধ

নিজস্ব বার্তা পরিবেশক |

image

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচন। জনগণের ভোটের মাধ্যম্যে নৌকা মার্কার বিজয় ঘরে তুলতে উপজেলা নেতাদের সমন্বয়কে সাহস যোগাচ্ছেন ভোলা জেলা আওয়ামী লীগ। গত রোববার আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের দিন ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল কাদের মজনু মোল্লা মেয়র প্রার্থী এসএম মোরশেদ মিয়াকে সঙ্গে নিয়ে চরফ্যাশন বাজারের কয়েকটি গলিতে দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে নৌকা মার্কার লিফলেট দিয়ে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া চান। এ সময় মজনু মোল্লা ব্যবসায়ীদেরকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী এসএম মোরশেদ। আপনারা নৌকায় ভোট দিলে চরফ্যাশন পৌর এলাকায় ভবিষ্যতে আরও উন্নয়ন হবে। গণসংযোগকালে তার সঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন আখন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভিপি, আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ অধ্যাপক কয়সর আহমদ দুলাল, অধ্যাপক জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষন্ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শুভ্র মনিরসহ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও গত মঙ্গলবার ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোমিন টুলু চরফ্যাশন পৌর এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ মেয়র প্রার্থীর পক্ষে গণসংযোগ করেন বলে সূত্র জানায়। আসন্ন চরফ্যাশন পৌর নির্বাচন বিষয়ে যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যাপক জামাল উদ্দিন মহাজন জানান, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগ নেতাদের সমন্বয়ে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে দলীয় মেয়র প্রার্থী এসএম মোরশেদ মিয়ার পক্ষে নৌকা মার্কায় জনগণের কাছে ভোট চাইছেন। ভোটের প্রচারণাভিযানে সম্প্রতি চরফ্যাশন পৌর এলাকার ১নং ওয়ার্ডে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তৃতাকালে মেয়র নির্বাচিত হলে চরফ্যাশন পৌর এলাকাকে একটি আধুনিক, উন্নত এবং শান্তিময় পৌর এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোরশেদ মিয়া। কর্মী সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, বর্তমান মেয়র বাদল কৃষন দেবনাথ, আওয়ামী লীগ নেতা সাবেক অধ্যক্ষ কয়সর আহমদ দুলাল, চেয়ারম্যান হাশেম মহাজন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাদল কৃষন্ দেবনাথ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শুভ্র মনির প্রমুখসহ নেতারা উপস্থিত ছিলেন। কর্মী সভায় স্থানীয় আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, নারীকর্মী ও সাধারণ জনগণ উৎসাহ উদ্দীপনায় অংশ নেন। সূত্র জানায়, চরফ্যাশন উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী নীলিমা নিগার সুলতানা সম্প্রতি চরফ্যাশনে সংগঠনের নারী নেত্রী ও কর্মীদের নিয়ে সভা করেন। সভায় দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করতে পৌর এলাকার ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে নির্দেশনা দেন মহিলা লীগ কর্মীদের। মহিলা আওয়ামী লীগের কর্মীরা পৌর এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে নারী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাইছেন।