গত মৌসুমে ভালো দাম

বোরোতে আগ্রহ বাড়ছে চাষির

মানিকগঞ্জের ৭টি উপজেলায় বোরো মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন এলাকার সাধারণ কৃষকেরা। বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুটে ওঠার আগেই ফসলের মাঠে নেমে পড়েছেন কৃষকেরা।

গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় এবং হাট ও বাজারে কৃষি উপকরণ সার, তেল, কীটনাশকসহ সকল প্রকার কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহের ফলে বোরো আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো চাষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলাতে চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ পরিমাণ জমিতে বোরো আবাদে ১ হাজার হেক্টর জমিতে বীজ তলা তৈরি করা হয়েছে। এ মৌসুমে হাইব্রিড ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রণোদনা হিসাবে বিনামূল্যে ৬ হাজার ৭৫০ জন কৃষককে উন্নতজাতের বীজ সরবরাহ করেছে। যার বাজারমূল্য প্রায় ৩৪ হাজার টাকা।

শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ , ১৩ ফাল্গুন ১৪২৭ ১৩ রজব ১৪৪২

গত মৌসুমে ভালো দাম

বোরোতে আগ্রহ বাড়ছে চাষির

প্রতিনিধি, মানিকগঞ্জ

image

মানিকগঞ্জের ৭টি উপজেলায় বোরো মৌসুমে ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন এলাকার সাধারণ কৃষকেরা। বিস্তীর্ণ এলাকার মাঠজুড়ে বোরো আবাদের ধুম চলছে। প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্যের আলো ফুটে ওঠার আগেই ফসলের মাঠে নেমে পড়েছেন কৃষকেরা।

গত মৌসুমে ধানের দাম ভাল পাওয়ায় এবং হাট ও বাজারে কৃষি উপকরণ সার, তেল, কীটনাশকসহ সকল প্রকার কৃষি উপকরণের পর্যাপ্ত সরবরাহের ফলে বোরো আবাদে কৃষকদের আগ্রহ বেড়ে গেছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার অতিরিক্ত জমিতে বোরো চাষ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলাতে চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে কয়েক হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ পরিমাণ জমিতে বোরো আবাদে ১ হাজার হেক্টর জমিতে বীজ তলা তৈরি করা হয়েছে। এ মৌসুমে হাইব্রিড ধান চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ বিভাগ প্রণোদনা হিসাবে বিনামূল্যে ৬ হাজার ৭৫০ জন কৃষককে উন্নতজাতের বীজ সরবরাহ করেছে। যার বাজারমূল্য প্রায় ৩৪ হাজার টাকা।