স্টার্টআপ যশোরের উদ্যোগে স্টার্টআপ ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত

‘স্টার্টআপ যশোর’ এর উদ্যোগে আইডিয়া প্রকল্পের সহযোগিতায় গত ২৪ ফেব্রুয়ারি যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হয় “স্টার্টআপ ক্যাম্প ২০২১”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA)” প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা। স্টার্টআপ যশোরের চেয়ারম্যান শাহানুর মো. শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, আইডিয়া প্রকল্পের রিসার্চ ইঞ্জিনিয়ার শারমিন আক্তার, স্টার্টআপ যশোরের সাধারণ সম্পাদক জহির ইকবাল, সিটি ব্যাংক যশোরের ব্রাঞ্চ ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী হোসনে আরা বলেন, আইসিটি ডিভিশন ও আইডিয়া প্রকল্পে স্টার্টআপদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ), আইডিয়া প্রকল্প, আইসিটি বিভাগের বিশেষ অনুদান প্রজেক্ট সহ বিভিন্ন প্রজেক্টে উদ্যোক্তাগণ আবেদন করতে পারেন। স্টার্টআপ যশোরের এই আয়োজন সমগ্র বাংলাদেশের স্টার্টআপদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। দিনব্যাপি এই আয়োজনে টিম বিল্ডিং কার্যক্রম, আইডিয়া বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ , ১৫ ফাল্গুন ১৪২৭ ১৫ রজব ১৪৪২

স্টার্টআপ যশোরের উদ্যোগে স্টার্টআপ ক্যাম্প ২০২১ অনুষ্ঠিত

image

‘স্টার্টআপ যশোর’ এর উদ্যোগে আইডিয়া প্রকল্পের সহযোগিতায় গত ২৪ ফেব্রুয়ারি যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হয় “স্টার্টআপ ক্যাম্প ২০২১”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতায় “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA)” প্রকল্প এর উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) কাজী হোসনে আরা। স্টার্টআপ যশোরের চেয়ারম্যান শাহানুর মো. শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, আইডিয়া প্রকল্পের রিসার্চ ইঞ্জিনিয়ার শারমিন আক্তার, স্টার্টআপ যশোরের সাধারণ সম্পাদক জহির ইকবাল, সিটি ব্যাংক যশোরের ব্রাঞ্চ ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি কাজী হোসনে আরা বলেন, আইসিটি ডিভিশন ও আইডিয়া প্রকল্পে স্টার্টআপদের জন্য প্রচুর সুযোগ রয়েছে। বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ), আইডিয়া প্রকল্প, আইসিটি বিভাগের বিশেষ অনুদান প্রজেক্ট সহ বিভিন্ন প্রজেক্টে উদ্যোক্তাগণ আবেদন করতে পারেন। স্টার্টআপ যশোরের এই আয়োজন সমগ্র বাংলাদেশের স্টার্টআপদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। দিনব্যাপি এই আয়োজনে টিম বিল্ডিং কার্যক্রম, আইডিয়া বিশ্লেষণ এবং ব্যবসায়িক পরিকল্পনা ও বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি।