ভোক্তা অধিকারের অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

দেশব্যাপী ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৯ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালকের কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অভিযান পরিচালনা করা হয়।

এদিন রাজধানীর মিরপুর শাহ্ আলী এবং সাভার উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয়। এছাড়া ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজন ও পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৭৯টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের মহা-পরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সব ব্যবসায়ীকে এ অধিদপ্তর সবসময় সাধুবাদ জানায়।’ ভোক্তা ও ব্যবসা বান্ধব একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান।

শনিবার, ২০ মার্চ ২০২১ , ৬ চৈত্র ১৪২৭ ৫ শাবান ১৪৪২

ভোক্তা অধিকারের অভিযানে ৭ লাখ টাকা জরিমানা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশব্যাপী ভোজ্যতেল, চালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৯ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালকের কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে অভিযান পরিচালনা করা হয়।

এদিন রাজধানীর মিরপুর শাহ্ আলী এবং সাভার উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ চন্দ্র দাস, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রজবী নাহার রজনী ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

তদারকিকালে বেবি ফুড আইটেম বিক্রয় প্রতিষ্ঠান এবং টিসিবির সয়াবিন তেলের অবৈধ মজুদ ও বিক্রয়ের জন্য জরিমানা করা হয়। এছাড়া ভোজ্যতেল, চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নকল, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওজন ও পরিমাপে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশ ৭৯টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অধিদপ্তরের মহা-পরিচালক বাবলু কুমার সাহা বলেন, ‘নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকারী সব ব্যবসায়ীকে এ অধিদপ্তর সবসময় সাধুবাদ জানায়।’ ভোক্তা ও ব্যবসা বান্ধব একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীগণের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি। এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান।