সূচক-লেনদেন দুটোই কমেছে শেয়ারবাজারে

গত বুধবার ব্যাপক পতন হলেও গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কমেছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সূচক ও লেনদেন কমলেও এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭.৬৯ পয়েন্টে, ২০২০.৯০ পয়েন্টে এবং ১১৩৩.৫৩ পয়েন্টে।

গতকাল ডিএসই ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯১ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের এবং ১৩২টির বা ৩৮.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গত ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২৪ লাখ ৯৩ হাজার ৬৮৮টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৭ লাখ টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ২২ লাখ ৫৩ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫০ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ২১ লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৩১ লাখ ৪২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৯ লাখ ৮৬ হাজার টাকার, জেনেক্সের ৭২ লাখ ৬৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৩৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৬৬ লাখ ৯৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫ লাখ ৩৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১৪ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ২১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। গত বুধবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল ব্যাংকটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৭.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৬.৯২ শতাংশ, ইজেনারেশনের ৫.৫১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৭৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩.৭০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.২২ শতাংশ, লুব-রেফের ২.৭১ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.৫৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। গত বুধবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৭.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৭.০৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.০৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.১২ শতাংশ, এফবিএলআইএফের ২.১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.১৭ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.০৮ শতাংশ কমেছে।

শুক্রবার, ২৬ মার্চ ২০২১ , ১২ চৈত্র ১৪২৭ ১১ শাবান ১৪৪২

সূচক-লেনদেন দুটোই কমেছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গত বুধবার ব্যাপক পতন হলেও গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস পতনের মাত্রা কিছুটা কমেছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। সূচক ও লেনদেন কমলেও এদিন বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৭.২১ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৮৪ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩.৭৬ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ০.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২১৭.৬৯ পয়েন্টে, ২০২০.৯০ পয়েন্টে এবং ১১৩৩.৫৩ পয়েন্টে।

গতকাল ডিএসই ৪৮৮ কোটি ২৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৯১ কোটি ১৬ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩০ কোটি ৩৯ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের এবং ১৩২টির বা ৩৮.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ০.০১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪২৪.৫৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২০৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ৬৫টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গত ডিএসই’র ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ২২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২৪ লাখ ৯৩ হাজার ৬৮৮টি শেয়ার ৪৬ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ১৮ লাখ ৫১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ইউনাইটেড পাওয়ারের ৫ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৭৭ লাখ টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৭৫ লাখ ৯০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া আমান কটনের ২২ লাখ ৫৩ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৮ হাজার টাকার, বারাকা পাওয়ারের ৫০ লাখ টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৭০ লাখ ৫৫ হাজার টাকার, সিটি ব্যাংকের ২১ লাখ ৪৮ হাজার টাকার, ডিবিএইচের ৩১ লাখ ৪২ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১৯ লাখ ৮৬ হাজার টাকার, জেনেক্সের ৭২ লাখ ৬৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ১০ লাখ ১২ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকার, ইন্দো-বাংলা ফার্মার ৫ লাখ ৩৯ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৬৬ লাখ ৯৬ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫ লাখ ৩৩ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ১৪ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ১ কোটি ৮ লাখ ২১ হাজার টাকার এবং স্কয়ার ফার্মার ১ কোটি ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির বা ৩৭.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে এনআরবিসি ব্যাংকের। গত বুধবার এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১২.৫০ টাকায়। অর্থাৎ গতকাল ব্যাংকটির শেয়ার দর ০.৯০ টাকা বা ৭.৭৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এনআরবিসি ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৬.৯২ শতাংশ, ইজেনারেশনের ৫.৫১ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৪.৮৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৩.৭৫ শতাংশ, রানার অটোমোবাইলসের ৩.৭০ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৩.২২ শতাংশ, লুব-রেফের ২.৭১ শতাংশ এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ২.৫৩ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২৩.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের। গত বুধবার ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.৯০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ০.৫০ টাকা বা ৭.২৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফার্স্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমান কটনের ৭.০৫ শতাংশ, লাফার্জহোলসিমের ৫.০৬ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৪.৮৩ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জুট স্পিনার্সের ৪ শতাংশ, জেনারেশন নেক্সটের ৩.১২ শতাংশ, এফবিএলআইএফের ২.১৭ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.১৭ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.০৮ শতাংশ কমেছে।