শেয়ারবাজারে বড় পতন

সূচক-লেনদেন দুটোই কমেছে

৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর গত বৃহস্পতিবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র আপত্তি জানিয়েছে বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের সেই আপত্তির কারণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে গত শনিবার কোম্পানিগুলোর শেয়ার পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার নির্ধারণ করে। এতেও শেষ রক্ষায় হয়নি। গতকালও ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে।

জানা যায়, এর আগে ১ মাস বা তার কম সময়ে ৫০ শতাংশ উত্থান-পতন হওয়া কোম্পানির তদন্তের সিদ্ধান্ত ও পরে প্রত্যাহারের কারনে বাজারে পতন হয়েছিল।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৪.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.০৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৭.৬১ পয়েন্টে এবং ১৯৫২.৯১ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৯ কোটি ৩২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪টির বা ৭.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৬৪টির বা ৭৭.৬৫ শতাংশের এবং বাকি ৫২টির বা ১৫.২৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭.৬৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ১৪১টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৬৬৮টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯০ কোটি ১৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৩ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

এছাড়া আর্গন ডেনিমসের ৫ লাখ টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ৬৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ লাখ টাকার, ডিবিএইচের ৪৯ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসির ৪৪ লাখ ৮০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ লাখ ৬৩ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১২ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ২৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৩ লাখ ৮০ হাজার টাকার, রবি আজিয়াটার ৪৩ লাখ ৮৩ হাজার টাকার, সি পার্লের ১০ লাখ টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের প্রথম দিন শেয়ার দর ৫০ শতাংশ বাড়লেও দ্বিতীয় দিনেই কমেছে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর। আর লেনদেনের তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর কমে সবার উপরে উঠে এসেছে। ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর প্রথম দিন ৫০ শতাংশ বেড়েছে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা কমে ৭২.৪০ টাকায় নেমে যায়। আর তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৮০ শতাংশ কমে ৬৫.৩০ টাকায় নেমে দাঁড়ায়। এর মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৪০ শতাংশ, আরএকে সিরামিকের ৮.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮.০৪ শতাংশ, মিরাকলের ৭.৭৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭.৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৭.২৮ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টির বা ৭.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ব্যাংকের। গত বৃহস্পতিবার ইস্টার্ন ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৬.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৬.২৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.৯১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৩ শতাংশ, রানার অটোমোবাইলসের ২.৪৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ১.৯৭ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১.৯৬ শতাংশ বেড়েছে।

সোমবার, ১২ এপ্রিল ২০২১ , ২৯ চৈত্র ১৪২৭ ২৮ শাবান ১৪৪২

শেয়ারবাজারে বড় পতন

সূচক-লেনদেন দুটোই কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

৬৬ কোম্পানির ফ্লোর প্রাইস তুলে দেয়ার পর গত বৃহস্পতিবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। কোম্পানিগুলোর ফ্লোর প্রাইস তুলে দেয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র আপত্তি জানিয়েছে বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের সেই আপত্তির কারণে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে গত শনিবার কোম্পানিগুলোর শেয়ার পতনের ক্ষেত্রে সার্কিট ব্রেকার নির্ধারণ করে। এতেও শেষ রক্ষায় হয়নি। গতকালও ব্যাপক পতন হয়েছে শেয়ারবাজারে।

জানা যায়, এর আগে ১ মাস বা তার কম সময়ে ৫০ শতাংশ উত্থান-পতন হওয়া কোম্পানির তদন্তের সিদ্ধান্ত ও পরে প্রত্যাহারের কারনে বাজারে পতন হয়েছিল।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.০৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৪.৬৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২০.০৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৭.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৭.৬১ পয়েন্টে এবং ১৯৫২.৯১ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৪৫৬ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১৯ কোটি ৩২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৮৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ২৪টির বা ৭.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৬৪টির বা ৭৭.৬৫ শতাংশের এবং বাকি ৫২টির বা ১৫.২৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২২৩.৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭.৬৬ পয়েন্টে। সিএসইতে গতকাল ১৯২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, কমেছে ১৪১টির আর ২০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ১৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৯০ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৪ লাখ ২১ হাজার ৬৬৮টি শেয়ার ৫৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৯০ কোটি ১৫ লাখ ৫৭ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭৩ কোটি ৯৭ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার টাকার রেনেটার এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৫ লাখ ১৫ হাজার টাকার লেনদেন হয়েছে যমুনা ব্যাংকের।

এছাড়া আর্গন ডেনিমসের ৫ লাখ টাকার, বিবিএস কেবলসের ১০ লাখ ৬৫ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ২ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৮ লাখ ৫০ হাজার টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ১১ লাখ টাকার, ডিবিএইচের ৪৯ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসির ৪৪ লাখ ৮০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৭ লাখ ৬৩ হাজার টাকার, লিবরা ইনফিউশনের ১২ লাখ ৯৬ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ৫ লাখ ৩৫ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৫ লাখ ২৭ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ১৩ লাখ ৮০ হাজার টাকার, রবি আজিয়াটার ৪৩ লাখ ৮৩ হাজার টাকার, সি পার্লের ১০ লাখ টাকার এবং উত্তরা ব্যাংকের ২ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের প্রথম দিন শেয়ার দর ৫০ শতাংশ বাড়লেও দ্বিতীয় দিনেই কমেছে ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর। আর লেনদেনের তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর কমে সবার উপরে উঠে এসেছে। ইনডেক্স অ্যাগ্রোর শেয়ার দর প্রথম দিন ৫০ শতাংশ বেড়েছে ৭৫ টাকায় দাঁড়ায়। দ্বিতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ২.৬০ টাকা কমে ৭২.৪০ টাকায় নেমে যায়। আর তৃতীয় দিন কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৮০ শতাংশ কমে ৬৫.৩০ টাকায় নেমে দাঁড়ায়। এর মাধ্যমে ইনডেক্স অ্যাগ্রো ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৮.৬৮ শতাংশ, জিকিউ বলপেনের ৮.৪০ শতাংশ, আরএকে সিরামিকের ৮.২৮ শতাংশ, জিলবাংলা সুগারের ৮.০৮ শতাংশ, বিডি থাইয়ের ৮.০৪ শতাংশ, মিরাকলের ৭.৭৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.৫০ শতাংশ, বে লিজিংয়ের ৭.৩৫ শতাংশ এবং আমান কটনের শেয়ার দর ৭.২৮ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪টির বা ৭.০৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ব্যাংকের। গত বৃহস্পতিবার ইস্টার্ন ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৬.৫০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৮.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ৬.৫৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ব্যাংক ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে হা-ওয়েল টেক্সটাইলের ৬.২৬ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৫.১১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৪২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.৯১ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৫৩ শতাংশ, রানার অটোমোবাইলসের ২.৪৭ শতাংশ, মতিন স্পিনিংয়ের ২ শতাংশ, এস্কয়ার নিট কম্পোজিটের ১.৯৭ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১.৯৬ শতাংশ বেড়েছে।