বৈশাখী গানে মুহিন

সংগীতশিল্পী মুহিন বাংলাদেশ বেতারের জন্য একটি বৈশাখী গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর সংগীত করেছেন ইবনে রাজন। গানটি প্রসঙ্গে মুহিন বলেন, ‘পহেলা বৈশাখে বাংলাদেশে বেতারে প্রচারের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। গানটির কথা আমার কাছে যেমন ভালো লেগেছে। সুরও ঠিক তেমনি মন ছুয়ে গেছে। বৈশাখ এলেই যেভাবে বৈশাখী গান গাওয়ার ধূম পড়ে যায়, এবার আর সেই সুযোগটি ছিল না। কারণ এরইমধ্যে করোনা মারাত্মকভাবে থাবা দিয়েছে। সবাই ভয়ে আর কাজ করতে এগিয়ে আসেনি। তারপরও বেতারের এই উদ্যোগ ছিল প্রশংসনীয়।’ এদিকে বইমেলায় প্রকাশিত হয়েছে মুহিনের লেখা ‘তুমি সুন্দর’ নামে একটি বই। এদিকে মুহিন খানের সুর সংগীতে জামাল হোসেনের কথায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ। করোনা নিয়ে জামাল হোসেনের লেখা ও মুহিনের সুর করা ‘আসবে বিজয়’ গানে কণ্ঠ দিয়েছেন আসিফ, রাজীব, হৈমন্তী, মুহিন। এছাড়াও মুহিনেরই সুরে ‘আকুলতায়’ শিরোনামে গান গেয়েছেন সুকত্যা।

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ , ৪ বৈশাখ ১৪২৮ ৪ রমজান ১৪৪২

বৈশাখী গানে মুহিন

বিনোদন প্রতিবেদক |

image

সংগীতশিল্পী মুহিন বাংলাদেশ বেতারের জন্য একটি বৈশাখী গানে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন নূরুল ইসলাম মানিক, সুর সংগীত করেছেন ইবনে রাজন। গানটি প্রসঙ্গে মুহিন বলেন, ‘পহেলা বৈশাখে বাংলাদেশে বেতারে প্রচারের জন্য গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। গানটির কথা আমার কাছে যেমন ভালো লেগেছে। সুরও ঠিক তেমনি মন ছুয়ে গেছে। বৈশাখ এলেই যেভাবে বৈশাখী গান গাওয়ার ধূম পড়ে যায়, এবার আর সেই সুযোগটি ছিল না। কারণ এরইমধ্যে করোনা মারাত্মকভাবে থাবা দিয়েছে। সবাই ভয়ে আর কাজ করতে এগিয়ে আসেনি। তারপরও বেতারের এই উদ্যোগ ছিল প্রশংসনীয়।’ এদিকে বইমেলায় প্রকাশিত হয়েছে মুহিনের লেখা ‘তুমি সুন্দর’ নামে একটি বই। এদিকে মুহিন খানের সুর সংগীতে জামাল হোসেনের কথায় নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ। করোনা নিয়ে জামাল হোসেনের লেখা ও মুহিনের সুর করা ‘আসবে বিজয়’ গানে কণ্ঠ দিয়েছেন আসিফ, রাজীব, হৈমন্তী, মুহিন। এছাড়াও মুহিনেরই সুরে ‘আকুলতায়’ শিরোনামে গান গেয়েছেন সুকত্যা।