সাপ্তাহিক টপ টেন টার্নওভারে এগিয়ে বীমা খাত

গত সপ্তাহে (১১-১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে ডিএসইতে শীর্ষ টপটেন লেনদেনের (টার্নওভার) তালিকায় এগিয়ে রয়েছে বীমা কোম্পানি। গত সপ্তাহে এই শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে ৪টি বা ৪০ শতাংশ বীমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এ কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ১০.১৩ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ৯০ কোটি ৯৫ লাখ টাকার, বিএফআইসির ৮৫ কোটি ৫৯ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৫ কোটি ৬১ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৪২ লাখ টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৯০ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪৫ কোটি ৩০ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ২ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ৩২ লাখ টাকার এবং লাফার্জহোলসিমের ৪৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে ডিএসইতে টপ টেন গেইনারে ঠাঁই করে নিয়েছে ৬০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। এ কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ২০.৩৬ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৮.১৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫.২৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪.১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ১৩.৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৪২ শতাংশ, বিএফআইসির ১২.৯৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১২.৫০ শতাংশ, ইজেনারেশনের ১২ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ শতাংশ দর বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ১৮.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিকি টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স অ্যাগ্রোর ১৪.৭৮ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২.৯৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ১২.৪৬ শতাংশ, সিটি ব্যাংকের ৮.৪৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৬৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.৫৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭.৫৫ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৫৫ শতাংশ কমেছে।

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

সাপ্তাহিক টপ টেন টার্নওভারে এগিয়ে বীমা খাত

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত সপ্তাহে (১১-১৫ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়েছে। এরমধ্যে ডিএসইতে শীর্ষ টপটেন লেনদেনের (টার্নওভার) তালিকায় এগিয়ে রয়েছে বীমা কোম্পানি। গত সপ্তাহে এই শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে ৪টি বা ৪০ শতাংশ বীমা কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর। এ কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৬৫৫টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২০৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ১০.১৩ শতাংশ। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর সাপ্তাহিক টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে। ডিএসইতে সাপ্তাহিক টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- রবি আজিয়াটার ৯০ কোটি ৯৫ লাখ টাকার, বিএফআইসির ৮৫ কোটি ৫৯ লাখ টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৫ কোটি ৬১ লাখ টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৪২ লাখ টাকার, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৯০ লাখ টাকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৪৫ কোটি ৩০ লাখ টাকার, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ২ লাখ টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ৩২ লাখ টাকার এবং লাফার্জহোলসিমের ৪৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এরমধ্যে ডিএসইতে টপ টেন গেইনারে ঠাঁই করে নিয়েছে ৬০ শতাংশ মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের। এ কোম্পানিটির ইউনিট দর বেড়েছে ২০.৩৬ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৮.১৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৫.২৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪.১০ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ১৩.৭৯ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৩.৪২ শতাংশ, বিএফআইসির ১২.৯৪ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১২.৫০ শতাংশ, ইজেনারেশনের ১২ শতাংশ এবং আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১২ শতাংশ দর বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের। আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে প্রিমিয়ার ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩.৬০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১.১০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ২.৫০ টাকা বা ১৮.৩৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিকি টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনডেক্স অ্যাগ্রোর ১৪.৭৮ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১২.৯৬ শতাংশ, লিবরা ইনফিউশনের ১২.৪৬ শতাংশ, সিটি ব্যাংকের ৮.৪৯ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৭.৬৯ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের ৭.৫৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৭.৫৫ শতাংশ এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ার দর ৭.৫৫ শতাংশ কমেছে।