যুবলীগ নেতার বাড়ি থেকে লুটের গরু উদ্ধার

পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নাজির (২৮) নামে ১ জন নিহত হওয়ার ঘটনার পরে লুট হওয়া ১৪টি গরুর মধ্যে যুবলীগ নেতার বাড়ি থেকে ১টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দয়ারামপুর গ্রামের তাজমল মেম্বর গ্রুপ ও এনামুল হক শশী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেড় ধরে ২৫ মার্চ তাজমল মেম্বরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শশী গ্রুপের লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষ নাজিরকে ঘরের মধ্য থেকে বের করে এনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত নাজিরকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রতিপক্ষরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। লুটপাটের ১৪টি গরুর মধ্যে ৩টি গরু উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান লাভলুর বাড়িতে রয়েছে মর্মে খবর পায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি গরু সরিয়ে ফেলে । পরে পুলিশ ১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, লুটের ১৪টি গরুর মধ্যে ৩টি গরু যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হাসিবুল খাঁন সানা ও ধোপাদহ গ্রামের যুবলীগ নেতা মিজানুর রহমান এই তিন জন মিলে ৩টি গরু নিয়ে লাভলুর বাড়িতে রাখে। পরে দুইজন ২টি গরু সরিয়ে নিলে লাভলুর ভাগেরটা ওর বাড়িতে রেখে দেয়। খবর পেয়ে পুলিশ গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি জানান, খবর পেয়ে ১টি গরু উদ্ধার করে নিয়ে আসি। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। গত শুক্রবার সকালে গরুর মালিকের নিকট উদ্ধার হওয়া গরু হস্তান্তর করা হয়।

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

যুবলীগ নেতার বাড়ি থেকে লুটের গরু উদ্ধার

প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে নাজির (২৮) নামে ১ জন নিহত হওয়ার ঘটনার পরে লুট হওয়া ১৪টি গরুর মধ্যে যুবলীগ নেতার বাড়ি থেকে ১টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দয়ারামপুর গ্রামের তাজমল মেম্বর গ্রুপ ও এনামুল হক শশী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেড় ধরে ২৫ মার্চ তাজমল মেম্বরের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শশী গ্রুপের লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় প্রতিপক্ষ নাজিরকে ঘরের মধ্য থেকে বের করে এনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত নাজিরকে দ্রুত সাঁথিয়া হাসপাতালে আনা হলে কর্র্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় প্রতিপক্ষরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। লুটপাটের ১৪টি গরুর মধ্যে ৩টি গরু উপজেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ও জোড়গাছা ডিগ্রি কলেজের প্রভাষক মোস্তাফিজুর রহমান লাভলুর বাড়িতে রয়েছে মর্মে খবর পায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২টি গরু সরিয়ে ফেলে । পরে পুলিশ ১টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, লুটের ১৪টি গরুর মধ্যে ৩টি গরু যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান লাভলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হাসিবুল খাঁন সানা ও ধোপাদহ গ্রামের যুবলীগ নেতা মিজানুর রহমান এই তিন জন মিলে ৩টি গরু নিয়ে লাভলুর বাড়িতে রাখে। পরে দুইজন ২টি গরু সরিয়ে নিলে লাভলুর ভাগেরটা ওর বাড়িতে রেখে দেয়। খবর পেয়ে পুলিশ গরু উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি জানান, খবর পেয়ে ১টি গরু উদ্ধার করে নিয়ে আসি। এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। গত শুক্রবার সকালে গরুর মালিকের নিকট উদ্ধার হওয়া গরু হস্তান্তর করা হয়।