১৭ বছরে সিসিমপুর

প্রাক-পাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’র কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে, অনুষ্ঠানটি চলতি মাসে ১৬ পেরিয়ে পা রাখছে ১৭তম বছরে। সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল তারিখটিকে ‘সিসিমপুর দিবস’ হিসেবে উদ্যাপন করা হয়। বর্তমানে সিসিমপুরের ১৩তম সিজনের প্রচার চলছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি দুরন্ত, মাছরাঙা এবং বিটিভিতে প্রচারিত হচ্ছে। তবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনে বিগত ১৬ বছর বিরতিহীনভাবে সিসিমপুর প্রচার হয়ে আসছে।

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

১৭ বছরে সিসিমপুর

image

প্রাক-পাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘সিসিমপুর’র কার্যক্রমটির প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে, অনুষ্ঠানটি চলতি মাসে ১৬ পেরিয়ে পা রাখছে ১৭তম বছরে। সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল তারিখটিকে ‘সিসিমপুর দিবস’ হিসেবে উদ্যাপন করা হয়। বর্তমানে সিসিমপুরের ১৩তম সিজনের প্রচার চলছে। জনপ্রিয় এই অনুষ্ঠানটি দুরন্ত, মাছরাঙা এবং বিটিভিতে প্রচারিত হচ্ছে। তবে শুরু থেকেই বাংলাদেশ টেলিভিশনে বিগত ১৬ বছর বিরতিহীনভাবে সিসিমপুর প্রচার হয়ে আসছে।