বাংলা নববর্ষ উদ্যাপনে বাংলাদেশি ক্রিয়েটরদের তৈরি এআর ইফেক্ট নিয়ে এল ফেসবুক

এবার পহেলা বৈশাখ উদ্যাপনে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার নিয়ে এসেছে ফেসবুক। তরুণ ডেভেলপার ইশরাত উর্মি এবং শিল্পী আরাফাত করিম যৌথভাবে তৈরি করেছে এই ইফেক্ট। আর এই অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে অনেকেই প্রিয়জনদের সঙ্গে অনলাইনে পহেলা বৈশাখ উদ্যাপন করতে পেরেছেন।

ফেসবুক বিভিন্ন দেশে স্থানীয় ক্রিয়েটরদের সঙ্গে কাজ করে থাকে। তবে এই প্রথম বাংলাদেশি ডেভেলপার এবং শিল্পীর সহযোগিতায় এআর ফিল্টার তৈরি করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ইশরাত উর্মি এবং আরাফাত করিমের তৈরি ইফেক্টে আছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, মাস্ক ও আলপনা। উর্মি বাংলাদেশের ফেসবুক ডেভেলপার সার্কেলের একজন সদস্য। ফেসবুক এই তরুণ ডেভেলপার কমিউনিটিকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অন্যান্য দেশের ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের সুযোগও পান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে এই উদ্ভাবনী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। ইতোমধ্যে দেশের জনপ্রিয় সেলিব্রিটি জয়া আহসান, তাহসান খান, শবনম ফারিয়া প্রমুখ এই ইফেক্ট ব্যবহার করে তাদের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

বাংলা নববর্ষ উদ্যাপনে বাংলাদেশি ক্রিয়েটরদের তৈরি এআর ইফেক্ট নিয়ে এল ফেসবুক

image

এবার পহেলা বৈশাখ উদ্যাপনে অগমেন্টেড রিয়েলিটি (এআর) ফিল্টার নিয়ে এসেছে ফেসবুক। তরুণ ডেভেলপার ইশরাত উর্মি এবং শিল্পী আরাফাত করিম যৌথভাবে তৈরি করেছে এই ইফেক্ট। আর এই অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে অনেকেই প্রিয়জনদের সঙ্গে অনলাইনে পহেলা বৈশাখ উদ্যাপন করতে পেরেছেন।

ফেসবুক বিভিন্ন দেশে স্থানীয় ক্রিয়েটরদের সঙ্গে কাজ করে থাকে। তবে এই প্রথম বাংলাদেশি ডেভেলপার এবং শিল্পীর সহযোগিতায় এআর ফিল্টার তৈরি করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। ইশরাত উর্মি এবং আরাফাত করিমের তৈরি ইফেক্টে আছে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, মাস্ক ও আলপনা। উর্মি বাংলাদেশের ফেসবুক ডেভেলপার সার্কেলের একজন সদস্য। ফেসবুক এই তরুণ ডেভেলপার কমিউনিটিকে বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নের সুযোগ করে দেয়। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তারা অন্যান্য দেশের ডেভেলপারদের সঙ্গে যোগাযোগের সুযোগও পান।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুক পেজে ভিডিও শেয়ার করে এই উদ্ভাবনী উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন। ইতোমধ্যে দেশের জনপ্রিয় সেলিব্রিটি জয়া আহসান, তাহসান খান, শবনম ফারিয়া প্রমুখ এই ইফেক্ট ব্যবহার করে তাদের ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।