সীমিত পরিসরে মুজিবনগর দিবস পালিত

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বিবেচনা করে সংক্ষিপ্তভাবে ঐতিহাসিক মুজিবুনগর দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন।

গতকাল সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এদিন রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এরপরে আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মুজিব নগর দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

এদিকে, মেহেরপুরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি ও জেলা আওয়ামী লীগের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হানিফ বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে জড়িত ছিল তারা হলো পাকিস্তানের দোসর।

অন্যদিকে, যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিন সকাল ১০টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টা ৫ মিনিটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. জাকির হোসেন ভূঞা, মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব শ্রী স্বপন ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আগরতলাস্থ রামঠাকুর কলেজের অধ্যাপক ড. মো. মুজাহিদ রহমান, বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক এবং অত্র মিশনের প্রথম সচিব (স্থানীয়) এস.এম. আসাদুজ্জামান প্রমুখ।

image

গতকাল মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন -সংবাদ

আরও খবর
একাত্তরে বিদেশের মাটিতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন হয় ১৮ এপ্রিল
মুঠোফোনে টিভ্যাস সেবার নামে প্রতারণা
ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার
বাউফলে নারী নির্যাতন, ৯ জন আটক
পঞ্চম দফা ভোট ঘিরেও উত্তপ্ত ছিল রাজ্য : সংঘর্ষ গুলি বোমাবাজি
সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে কাদের
ভৈরবে ধান মাড়াই কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ : নিহত ২
লকডাউনে হয়রানির অভিযোগ নিয়ে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা
অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম পুনঃনির্ধারণের দাবি সিপিবির
ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

সীমিত পরিসরে মুজিবনগর দিবস পালিত

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল মুজিবনগর দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ’লীগের শ্রদ্ধা নিবেদন -সংবাদ

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের মধ্যেও সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বিবেচনা করে সংক্ষিপ্তভাবে ঐতিহাসিক মুজিবুনগর দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন।

গতকাল সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এদিন রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। এরপরে আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী এবং যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও মুজিব নগর দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। বর্তমান করোনা পরিস্থিতিতে দিবসটি উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে সীমিত পরিসরে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

এদিকে, মেহেরপুরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে উপস্থিত অতিথিবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহামুদ স্বপন এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি ও জেলা আওয়ামী লীগের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক হানিফ বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী চক্রের সঙ্গে জড়িত ছিল তারা হলো পাকিস্তানের দোসর।

অন্যদিকে, যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে ত্রিপুরা রাজ্যের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন। মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ দিন সকাল ১০টায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর সকাল ১০টা ৫ মিনিটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দেয়া বাণী পাঠ করা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন মিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. জাকির হোসেন ভূঞা, মুক্তিযুদ্ধের সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিত্ব শ্রী স্বপন ভট্টাচার্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আগরতলাস্থ রামঠাকুর কলেজের অধ্যাপক ড. মো. মুজাহিদ রহমান, বিশিষ্ট সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী অমিত ভৌমিক এবং অত্র মিশনের প্রথম সচিব (স্থানীয়) এস.এম. আসাদুজ্জামান প্রমুখ।