ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল

লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশাল নগরীতে রিকশা নিয়ে মিছিল করেছে রিকশা শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে কয়েকশ’ রিকশার মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই মিছিলের নেতৃত্ব দিয়েছে। ব্যতিক্রমী এ মিছিলে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা বিভিন্ন শ্লোগান সম্ব^লিত ফেস্টুন বহন করেন। ফেস্টুনে এক মাস ত্রাণ বঞ্চিত ও রিকশা চালানোয় প্রশাসনের বাধা ও মারধররের চিত্র তুলে ধরা হয়।

মিছিলে অংশ নেয়া শ্রমিকরা বলেন, গত বছরের লকডাউনের সময় তারা ত্রাণ পেয়েছিলেন। এবার ত্রাণ দেয়া হচ্ছে না। পরিবার ও সন্তানদের খাবার জোগাতে রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাধার মুখে পড়তে হয়। এজন্য ত্রাণ ও রেশনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুররা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে লকডাউন কার্যকর হচ্ছে না। শ্রমিকদের জন্য ত্রাণ ও রেশনের মতো বিকল্প ব্যবস্থার দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। এর আগে লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন বাসদ নেতারা।

image

বরিশাল : গতকাল ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল -সংবাদ

আরও খবর
সীমিত পরিসরে মুজিবনগর দিবস পালিত
একাত্তরে বিদেশের মাটিতে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলন হয় ১৮ এপ্রিল
মুঠোফোনে টিভ্যাস সেবার নামে প্রতারণা
ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের লাশ উদ্ধার
বাউফলে নারী নির্যাতন, ৯ জন আটক
পঞ্চম দফা ভোট ঘিরেও উত্তপ্ত ছিল রাজ্য : সংঘর্ষ গুলি বোমাবাজি
সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা হবে কাদের
ভৈরবে ধান মাড়াই কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ : নিহত ২
লকডাউনে হয়রানির অভিযোগ নিয়ে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা
অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম পুনঃনির্ধারণের দাবি সিপিবির

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

বরিশাল : গতকাল ত্রাণ ও রেশনের দাবিতে রিকশা শ্রমিকদের মিছিল -সংবাদ

লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে বরিশাল নগরীতে রিকশা নিয়ে মিছিল করেছে রিকশা শ্রমিকরা। গতকাল বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে কয়েকশ’ রিকশার মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এই মিছিলের নেতৃত্ব দিয়েছে। ব্যতিক্রমী এ মিছিলে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা বিভিন্ন শ্লোগান সম্ব^লিত ফেস্টুন বহন করেন। ফেস্টুনে এক মাস ত্রাণ বঞ্চিত ও রিকশা চালানোয় প্রশাসনের বাধা ও মারধররের চিত্র তুলে ধরা হয়।

মিছিলে অংশ নেয়া শ্রমিকরা বলেন, গত বছরের লকডাউনের সময় তারা ত্রাণ পেয়েছিলেন। এবার ত্রাণ দেয়া হচ্ছে না। পরিবার ও সন্তানদের খাবার জোগাতে রিকশা নিয়ে বের হলে প্রশাসনের বাধার মুখে পড়তে হয়। এজন্য ত্রাণ ও রেশনের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

বরিশাল জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুররা। তাদের জন্য সরকার ত্রাণ ও রেশনের ব্যবস্থা না করেই লকডাউন দিয়েছে। যার কারণে লকডাউন কার্যকর হচ্ছে না। শ্রমিকদের জন্য ত্রাণ ও রেশনের মতো বিকল্প ব্যবস্থার দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছেন। এর আগে লকডাউনে ত্রাণ ও রেশনের দাবিতে শ্রমিকদের নিয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন বাসদ নেতারা।