করোনায় হোক মানবিক শিক্ষা

জীবনে কতকিছুর কত রকম প্রয়োজন, মানুষকে তা বুঝিয়ে দিল এই মহামারি। এই মহামারি না হলে জীবনের সঠিক মানে অনেকেরই অজানা থেকে যেত নিঃসন্দেহে বলা যায়। মানুষের মধ্যে একটা পরিবর্তন যে প্রয়োজন তা এই সময় বলে দেয়।

আমরা একজন অন্য আরেকজনের মঙ্গল খুব কম জনেই চাই। কী করে অন্য কারো অমঙ্গল করা যায়, সেই ভাবনায় অনেকের ঘুম হয় না। তবে পৃথিবীতে সবাই খারাপ এমনটা নয়। আমার বিশ্বাস এবার আমরা জীবনে মানুষের গুরুত্ব একটু হলেও বুঝতে শিখেছি।

আমরা আর একটা অমানবিক বীজ নিয়ে বেড়াচ্ছি, তা হলো ধর্মীয় উগ্রতা। ধর্মকে ধারণ করার পরিবর্তে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি। এক শ্রেণীর মানুষ তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করার সাহস পর্যন্ত পায় না। এটা কেন হবে?

গোকুল চন্দ্র রায়

শিক্ষার্থী, নীলফামারী সরকারি কলেজ

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

করোনায় হোক মানবিক শিক্ষা

জীবনে কতকিছুর কত রকম প্রয়োজন, মানুষকে তা বুঝিয়ে দিল এই মহামারি। এই মহামারি না হলে জীবনের সঠিক মানে অনেকেরই অজানা থেকে যেত নিঃসন্দেহে বলা যায়। মানুষের মধ্যে একটা পরিবর্তন যে প্রয়োজন তা এই সময় বলে দেয়।

আমরা একজন অন্য আরেকজনের মঙ্গল খুব কম জনেই চাই। কী করে অন্য কারো অমঙ্গল করা যায়, সেই ভাবনায় অনেকের ঘুম হয় না। তবে পৃথিবীতে সবাই খারাপ এমনটা নয়। আমার বিশ্বাস এবার আমরা জীবনে মানুষের গুরুত্ব একটু হলেও বুঝতে শিখেছি।

আমরা আর একটা অমানবিক বীজ নিয়ে বেড়াচ্ছি, তা হলো ধর্মীয় উগ্রতা। ধর্মকে ধারণ করার পরিবর্তে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করছি। এক শ্রেণীর মানুষ তাদের ধর্মকে স্বাধীনভাবে পালন করার সাহস পর্যন্ত পায় না। এটা কেন হবে?

গোকুল চন্দ্র রায়

শিক্ষার্থী, নীলফামারী সরকারি কলেজ