ফার্মেসি না ফার্মেসী

বাংলাদেশের বেশিরভাগ ওষুধের দোকানের সাইনবোর্ডে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমনকি ফার্মেসি শিক্ষা ও পেশার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল’ ফার্মেসি বানান ‘ফার্মেসী’ লিখে আসছে। কোনটা ঠিক বানান আর কোনটা ভুল বানান সেটা নিয়ে আমরা বিভ্রান্তের মধ্যে থাকি। কারণ অনেক বানান ছোট থেকে পড়ে আসছি বা দেখে আসছি একরকম কিন্তু এখন জানছি ভিন্ন।

প্রমিত বাংলা বানান রীতি প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বানানে শৃঙ্খলা আনা এবং শুদ্ধরীতি বজায় রাখার জন্য ১৯৯৪ সালে বাংলা একাডেমি বানান অভিধান প্রণয়ন করে। পরবর্তীতে পরিমার্জিত সংস্করণ প্রকাশ করা হয়।

বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী, বাংলা বর্ণ ঈ, ঊ, ণ এবং ষ বিদেশি শব্দে প্রয়োগ হয় না। বাংলা ভাষাকে আরও মর্যাদা দেয়ার জন্যই এসব রীতি নিয়মের প্রচলন। ফার্মেসি একটি বিদেশি শব্দ। তাই এই শব্দের বানানে ফার্মেসী হয় না বরং ফার্মেসি হয়। ‘ফার্মেসি’ হলো শুদ্ধ বানান। ভাষার সম্মান রক্ষায় আমাদের সবার উচিত শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা করা।

আরিফুল ইসলাম

রবিবার, ১৮ এপ্রিল ২০২১ , ৫ বৈশাখ ১৪২৮ ৫ রমজান ১৪৪২

ফার্মেসি না ফার্মেসী

বাংলাদেশের বেশিরভাগ ওষুধের দোকানের সাইনবোর্ডে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমনকি ফার্মেসি শিক্ষা ও পেশার নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল’ ফার্মেসি বানান ‘ফার্মেসী’ লিখে আসছে। কোনটা ঠিক বানান আর কোনটা ভুল বানান সেটা নিয়ে আমরা বিভ্রান্তের মধ্যে থাকি। কারণ অনেক বানান ছোট থেকে পড়ে আসছি বা দেখে আসছি একরকম কিন্তু এখন জানছি ভিন্ন।

প্রমিত বাংলা বানান রীতি প্রণয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান বাংলা একাডেমি। বানানে শৃঙ্খলা আনা এবং শুদ্ধরীতি বজায় রাখার জন্য ১৯৯৪ সালে বাংলা একাডেমি বানান অভিধান প্রণয়ন করে। পরবর্তীতে পরিমার্জিত সংস্করণ প্রকাশ করা হয়।

বাংলা একাডেমির নিয়ম অনুযায়ী, বাংলা বর্ণ ঈ, ঊ, ণ এবং ষ বিদেশি শব্দে প্রয়োগ হয় না। বাংলা ভাষাকে আরও মর্যাদা দেয়ার জন্যই এসব রীতি নিয়মের প্রচলন। ফার্মেসি একটি বিদেশি শব্দ। তাই এই শব্দের বানানে ফার্মেসী হয় না বরং ফার্মেসি হয়। ‘ফার্মেসি’ হলো শুদ্ধ বানান। ভাষার সম্মান রক্ষায় আমাদের সবার উচিত শুদ্ধ বানান ও উচ্চারণ চর্চা করা।

আরিফুল ইসলাম