সরিয়ে নিতে স্টেকহোল্ডারদের চিঠি

করোনাভাইরাস মহামারীর কারণে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনার জট বাঁধছে। প্রতিনিয়ত বন্দর থেকে পণ্য খালাসের হার সাধারণ দিনের তুলনায় কমেছে। তবে বন্দরের অভ্যন্তরে থাকা কনটেইনারের সঙ্গে নতুন আমদানি পণ্যের কনটেইনার যুক্ত হয়ে যাতে বন্দরে অচলাবস্থার সৃষ্টি না হয় এর আগাম প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরের অভ্যন্তরে থাকা কনটেইনার সরিয়ে নিতে সব স্টেকহোল্ডারকে তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছে বন্দরের পরিবহন বিভাগ।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে উত্তরোত্তর কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধির প্রেক্ষাপটে কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। বন্দরের অপারেশনাল কাজে গতি আনতে বন্দরের অভ্যন্তরে থাকা কন্টেইনারগুলো জরুরী ভিত্তিতে সরিয়ে নেয়া প্রয়োজন। তিনি বলেন, বন্দরের অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাহাজ থেকে কনটেইনার নামার ৪ দিন ফ্রি টাইমের মধ্যে এবং একই বি/এলের অন্তর্ভুক্ত সব কনটেইনার একই সঙ্গে যাতে ডিপোতে নেয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। এজন্য বন্দর স্টেকহোল্ডারদের চিঠি দেয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে বন্দরের ভেসেল অপারেশন, ইয়ার্ড অপারেশনসহ আমদানি কন্টেইনার অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্টেকহোল্ডারদের চিঠি প্রাপ্তির ৩ দিনের মধ্যে বিশেষ উদ্যোগে পণ্যবোঝাই ও খালি কনটেইনার স্থানান্তর করার জন্য বলা হয়েছে।

জানা গেছে, প্রায় ৪৯ হাজার টিইইউস ধারণক্ষমতার চট্টগ্রাম বন্দরে গত শনিবার পর্যন্ত রয়েছে ৩৪ হাজার টিইইউসের বেশি কনটেইনার। এরই মধ্যে এমতাবস্থা বেসরকারি কনটেইনার ডিপোতে যাওয়ার জন্য গত শনিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি পণ্যবাহী কনটেইনার ছিল ১ হাজার ৩৬৩ টিইইউস। এছাড়াও বন্দরের অভ্যন্তরে বেসরকারি অফডকগুলোতে যাওয়ার উপযোগী খালি কনটেইনার পরে আছে ১ হাজার ৪৬৯ টিইইউস। অন্যদিকে জাহাজ থেকে বন্দরের অভ্যন্তরে নামার পাইপলাইনে আছে আরও ১ হাজার ৯২৭ টিইইউস কনটেইনার। এসব কনটেইনার ৪দিন ফ্রি টাইম পরবর্তী দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে প্রতিটি অফডকসহ বেসরকারি কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনকে নির্দেশন দেয়া হয়েছে। পাশাপাশি হিমায়িত রেফার কনটেইনার খালি করতেও ফ্রোজেন ফ্রুডস অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।

আরও খবর
করোনা ও প্রাকৃতিক দুর্যোগে
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী
আগে জীবন পরে জীবিকা প্রধান বিচারপতি
বাতিল ফ্লাইটের টিকিট পাওয়া নিয়ে দুর্ভোগ প্রবাসীদের
অসহায় মানুষের পাশে দাঁড়ান কাদের
নাট্যজন এসএম মহসীনের জীবনাবসান
চিত্রনায়ক ওয়াসিম বনানী কবরস্থানে সমাহিত
উপস্থাপক শফিউজ্জামান লোদির মৃত্যু
ইলিয়াস আলীর ‘গুম’ নিয়ে ‘সরল মনের’ বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ মির্জা আব্বাসের
মোদি-মমতা বাদ-প্রতিবাদ
বাগেরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষক গ্রেপ্তার
মোট রসুনের অর্ধেকই উৎপাদন হয় চলনবিল এলাকায় তবে দাম নিয়ে হতাশ চাষিরা
সাংবাদিককে জানানোর অপরাধে হাসপাতাল থেকে নাম কেটে দেয়া হলো!

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ , ৬ বৈশাখ ১৪২৮ ৬ রমজান ১৪৪২

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জট

সরিয়ে নিতে স্টেকহোল্ডারদের চিঠি

চট্টগ্রাম ব্যুরো

করোনাভাইরাস মহামারীর কারণে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী লকডাউনে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে কনটেইনার জট বাঁধছে। প্রতিনিয়ত বন্দর থেকে পণ্য খালাসের হার সাধারণ দিনের তুলনায় কমেছে। তবে বন্দরের অভ্যন্তরে থাকা কনটেইনারের সঙ্গে নতুন আমদানি পণ্যের কনটেইনার যুক্ত হয়ে যাতে বন্দরে অচলাবস্থার সৃষ্টি না হয় এর আগাম প্রস্তুতি নিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে বন্দরের অভ্যন্তরে থাকা কনটেইনার সরিয়ে নিতে সব স্টেকহোল্ডারকে তাগাদা দিয়ে চিঠি পাঠিয়েছে বন্দরের পরিবহন বিভাগ।

এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দরে উত্তরোত্তর কনটেইনার হ্যান্ডলিং বৃদ্ধির প্রেক্ষাপটে কন্টেইনারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। বন্দরের অপারেশনাল কাজে গতি আনতে বন্দরের অভ্যন্তরে থাকা কন্টেইনারগুলো জরুরী ভিত্তিতে সরিয়ে নেয়া প্রয়োজন। তিনি বলেন, বন্দরের অপারেশনাল কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জাহাজ থেকে কনটেইনার নামার ৪ দিন ফ্রি টাইমের মধ্যে এবং একই বি/এলের অন্তর্ভুক্ত সব কনটেইনার একই সঙ্গে যাতে ডিপোতে নেয়া যায় সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। এজন্য বন্দর স্টেকহোল্ডারদের চিঠি দেয়া হয়েছে। কোভিড-১৯ পরিস্থিতিতে বন্দরের ভেসেল অপারেশন, ইয়ার্ড অপারেশনসহ আমদানি কন্টেইনার অপারেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্টেকহোল্ডারদের চিঠি প্রাপ্তির ৩ দিনের মধ্যে বিশেষ উদ্যোগে পণ্যবোঝাই ও খালি কনটেইনার স্থানান্তর করার জন্য বলা হয়েছে।

জানা গেছে, প্রায় ৪৯ হাজার টিইইউস ধারণক্ষমতার চট্টগ্রাম বন্দরে গত শনিবার পর্যন্ত রয়েছে ৩৪ হাজার টিইইউসের বেশি কনটেইনার। এরই মধ্যে এমতাবস্থা বেসরকারি কনটেইনার ডিপোতে যাওয়ার জন্য গত শনিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি পণ্যবাহী কনটেইনার ছিল ১ হাজার ৩৬৩ টিইইউস। এছাড়াও বন্দরের অভ্যন্তরে বেসরকারি অফডকগুলোতে যাওয়ার উপযোগী খালি কনটেইনার পরে আছে ১ হাজার ৪৬৯ টিইইউস। অন্যদিকে জাহাজ থেকে বন্দরের অভ্যন্তরে নামার পাইপলাইনে আছে আরও ১ হাজার ৯২৭ টিইইউস কনটেইনার। এসব কনটেইনার ৪দিন ফ্রি টাইম পরবর্তী দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নিতে প্রতিটি অফডকসহ বেসরকারি কনটেইনার ডিপোর্টস অ্যাসোসিয়েশনকে নির্দেশন দেয়া হয়েছে। পাশাপাশি হিমায়িত রেফার কনটেইনার খালি করতেও ফ্রোজেন ফ্রুডস অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছে।