সাংবাদিককে জানানোর অপরাধে হাসপাতাল থেকে নাম কেটে দেয়া হলো!

অ্যাম্বুলেন্স বা অন্য কোন যানবাহন না পেয়ে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঝালকাঠীর নলছিটি থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে করোনা আক্রান্ত মা রেহানা পারভিনকে বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেন ছেলে জিয়াউল হাসান। সিলিন্ডার পাইপের অক্সিজেন মাস্কের সংযোগ ছিল প্রাইমারী স্কুল শিক্ষিকা মা রেহানার মুখে। শনিবার সন্ধায় জিয়াউলের পিঠে অক্সিজেন সিলিন্ডার আর পেছনে মা রেহানার হাসপাতালে ছোটার এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এক সপ্তাহ আগে ঝালকাঠীর নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েও ফলাফল জানতে না পেরে বরিশাল মেডিকেল কলেজে পুনরায় পরীক্ষা করিয়ে বৃহস্পতিবার করোনা পজেটিভ নিশ্চিত হন রেহানা পারভিনের পরিবার। চিকৎসকের পরামর্শে প্রথমে তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হলেও শনিবার তার অক্সিজেনের মাত্রা কমতে থাকলে বাসায় চিকিৎসা দেয়ার ঝুঁকি নিতে রাজি হননি স্বজনেরা।

কিন্তু শনিবার বিকেলে অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন সংগ্রহ করতে না পেরে ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান সন্ধ্যায় মাকে নিয়ে আসেন বরিশালে। সেখানে করোনা ওয়ার্ডে ৫৭ বছরের রেহানা পরভিনকে ভর্তি করার পরে তার অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।

দক্ষিণাঞ্চলের ৬ জেলা হাসপাতাল ও ৪২টি উপজেলার ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫শ বেডের করোনা ওয়ার্ডের কথা বলা হলেও সেখানের চিকিৎসা ব্যবস্থার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে পিঠে অক্সিজেন সিলিন্ডার আর মা রেহানাকে নিয়ে ছুটে চলা জিয়াউলের দুঃসাসহিক যাত্রায়।

আরও খবর
করোনা ও প্রাকৃতিক দুর্যোগে
আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী
আগে জীবন পরে জীবিকা প্রধান বিচারপতি
বাতিল ফ্লাইটের টিকিট পাওয়া নিয়ে দুর্ভোগ প্রবাসীদের
অসহায় মানুষের পাশে দাঁড়ান কাদের
নাট্যজন এসএম মহসীনের জীবনাবসান
চিত্রনায়ক ওয়াসিম বনানী কবরস্থানে সমাহিত
উপস্থাপক শফিউজ্জামান লোদির মৃত্যু
ইলিয়াস আলীর ‘গুম’ নিয়ে ‘সরল মনের’ বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ মির্জা আব্বাসের
মোদি-মমতা বাদ-প্রতিবাদ
সরিয়ে নিতে স্টেকহোল্ডারদের চিঠি
বাগেরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ ধর্ষক গ্রেপ্তার
মোট রসুনের অর্ধেকই উৎপাদন হয় চলনবিল এলাকায় তবে দাম নিয়ে হতাশ চাষিরা

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ , ৬ বৈশাখ ১৪২৮ ৬ রমজান ১৪৪২

সাংবাদিককে জানানোর অপরাধে হাসপাতাল থেকে নাম কেটে দেয়া হলো!

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

অ্যাম্বুলেন্স বা অন্য কোন যানবাহন না পেয়ে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঝালকাঠীর নলছিটি থেকে প্রায় ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে করোনা আক্রান্ত মা রেহানা পারভিনকে বরিশালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালেন ছেলে জিয়াউল হাসান। সিলিন্ডার পাইপের অক্সিজেন মাস্কের সংযোগ ছিল প্রাইমারী স্কুল শিক্ষিকা মা রেহানার মুখে। শনিবার সন্ধায় জিয়াউলের পিঠে অক্সিজেন সিলিন্ডার আর পেছনে মা রেহানার হাসপাতালে ছোটার এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

এক সপ্তাহ আগে ঝালকাঠীর নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েও ফলাফল জানতে না পেরে বরিশাল মেডিকেল কলেজে পুনরায় পরীক্ষা করিয়ে বৃহস্পতিবার করোনা পজেটিভ নিশ্চিত হন রেহানা পারভিনের পরিবার। চিকৎসকের পরামর্শে প্রথমে তাকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হলেও শনিবার তার অক্সিজেনের মাত্রা কমতে থাকলে বাসায় চিকিৎসা দেয়ার ঝুঁকি নিতে রাজি হননি স্বজনেরা।

কিন্তু শনিবার বিকেলে অনেক চেষ্টা করেও অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন সংগ্রহ করতে না পেরে ছেলে কৃষি ব্যাংক কর্মকর্তা জিয়াউল হাসান সন্ধ্যায় মাকে নিয়ে আসেন বরিশালে। সেখানে করোনা ওয়ার্ডে ৫৭ বছরের রেহানা পরভিনকে ভর্তি করার পরে তার অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল।

দক্ষিণাঞ্চলের ৬ জেলা হাসপাতাল ও ৪২টি উপজেলার ৪০টি স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়া ৫শ বেডের করোনা ওয়ার্ডের কথা বলা হলেও সেখানের চিকিৎসা ব্যবস্থার প্রতিচ্ছবিই ফুটে উঠেছে পিঠে অক্সিজেন সিলিন্ডার আর মা রেহানাকে নিয়ে ছুটে চলা জিয়াউলের দুঃসাসহিক যাত্রায়।