পটুয়াখালীতে ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

বকেয়া টাকা ফেরত দেয়ার কথা বলে পটুয়াখালীর অদূরে পায়রা ফেরী ঘাট এলাকায় ডেকে নিয়ে মো. জসিম মৃধা নামে এক বালু ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিয়েছে এনামুল ও রানা নামের দুই বালু ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিমকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত জসিম পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার একজন বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

আহত জসিম জানান, তার মালিকানাধীন ড্রেজার দিয়ে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকার ব্যবসায়ী এনামুল ও দুমকী উপজেলার পাঙ্গাশিয়ার রানা গত এক মাস ধরে বালু উত্তোলন তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে। কিন্তু জসিমের বকেয়া ১লাখ ৩৪ হাজার টাকা পরিশোধ না করায় জসিম বালু উত্তোলন বন্ধ করে দেয়। শনিবার সন্ধ্যায় বকেয়ার টাকা দেয়ার কথা বলে জসিমকে ফেরিঘাট এলাকায় যেতে বলে এনামুল ও রানা। জসিম পায়রাকুঞ্জ ফেরিঘাটে পৌঁছালে এনামুল ও রানাসহ ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাপিয়ে পরে। হামলার এক পর্যায় হামলাকারীরা জসিমের ডান পায়ের রগ কেটে দিয়ে দ্রুত সটকে পরে। এ সময় জসিমের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। এ প্রসঙ্গে অভিযুক্ত এনামুল ও রানাকে একাধিকবার কল দেয়া হলেও তারা কল রিসিভ করেনি।

সোমবার, ১৯ এপ্রিল ২০২১ , ৬ বৈশাখ ১৪২৮ ৬ রমজান ১৪৪২

পটুয়াখালীতে ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীর পায়ের রগ কর্তন

প্রতিনিধি, পটুয়াখালী

বকেয়া টাকা ফেরত দেয়ার কথা বলে পটুয়াখালীর অদূরে পায়রা ফেরী ঘাট এলাকায় ডেকে নিয়ে মো. জসিম মৃধা নামে এক বালু ব্যবসায়ীর পায়ের রগ কেটে দিয়েছে এনামুল ও রানা নামের দুই বালু ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসিমকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত জসিম পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার একজন বালু ব্যবসায়ী বলে জানা গেছে।

আহত জসিম জানান, তার মালিকানাধীন ড্রেজার দিয়ে পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকার ব্যবসায়ী এনামুল ও দুমকী উপজেলার পাঙ্গাশিয়ার রানা গত এক মাস ধরে বালু উত্তোলন তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করেছে। কিন্তু জসিমের বকেয়া ১লাখ ৩৪ হাজার টাকা পরিশোধ না করায় জসিম বালু উত্তোলন বন্ধ করে দেয়। শনিবার সন্ধ্যায় বকেয়ার টাকা দেয়ার কথা বলে জসিমকে ফেরিঘাট এলাকায় যেতে বলে এনামুল ও রানা। জসিম পায়রাকুঞ্জ ফেরিঘাটে পৌঁছালে এনামুল ও রানাসহ ৪-৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাপিয়ে পরে। হামলার এক পর্যায় হামলাকারীরা জসিমের ডান পায়ের রগ কেটে দিয়ে দ্রুত সটকে পরে। এ সময় জসিমের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। এ প্রসঙ্গে অভিযুক্ত এনামুল ও রানাকে একাধিকবার কল দেয়া হলেও তারা কল রিসিভ করেনি।