৬ জেলায় করোনায় মৃত্যু ৩ শনাক্ত ৪৬

রামেকে মৃত্যু ৩

প্রতিনিধি,রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত রোগী আইসিইউতে মারা গেছেন। বাকি দুইজন করোনা ওয়ার্ডের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি জানান, করোনা ওয়ার্ডে ৬৬ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ৫১ জন ও আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালেরর পরিচালক ডা. শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তথ্য আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় বরাবর পাঠানো হয়। উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে পরে সেই তথ্য পরবর্তীতে করোনায় আক্রান্তে মৃতদের মধ্যে যুক্ত করা হয়।

ভালুকায় শনাক্ত ১৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত ২৪ ঘণ্টায় শিল্পাঞ্চলসহ ভালুকার বিভিন্ন এলাকায় ১৭ জনের কোভিড ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে ও বিশেষ প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। শিল্পাঞ্চলখ্যাত ঘনবসতিপূর্ণ ভালুকা উপজেলার সর্বত্র প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি অমান্য করে লোক জনের চলাফেরা বেড়ে যাওয়ায় ভালুকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে সচেতনমহলের ধারণা।

কিশোরগঞ্জে শনাক্ত ১৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের তিনটি ল্যাবে নতুন ১৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষায় ১৬টি পজিটিভ, পুরনো তিন রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে। অন্যদিকে তাড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় দু’টি নমুনার মধ্যে একটি পজিটিভ হয়েছে। নতুন আক্রন্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৬ জন, আর তাড়াইল, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন ভৈরবে ১৩ জন, সদরে ৭ জন আর বাজিতপুরে ৫ জন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪১৩ জন।

নিয়ামতপুরে শনাক্ত ৩

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে নতুন করে আরো ৩জন করোনা সংক্রমিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স সূত্রে জানা যায়, ২৯ মার্চ এর ফলাফলে ১জন এবং ১৫ এপ্রিল ফলাফলে ২জন করোনা পজেটিভ হয়েছে।

করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে সামসুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের বনমালার ছেলে জয়ন্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান, অমল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ২০ দিন পূর্বে একজন করোনা পজেটিভ হয়েছে এবং ১৫ এপ্রিলে ২জন করোনা পজেটিভ হয়েছে। ১৫ এপ্রিলে যে ২জন করোনা পজেটিভ হয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ এপ্রিল। ১৮ এপ্রিল বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ হাজার ৭জন করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৭ হাজার ৬শ ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১ হাজার ২শ ২৪ জন।

নবাবগঞ্জে শনাক্ত ৭

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২০ জন। মোট সুস্থ হয়েছে ৭৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৭ এপ্রিল ঢাকায় পাঠানো ৪৯ জনের নমুনা থেকে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৭৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন।

হরিরামপুরে শনাক্ত ১

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রোববার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মোট ১৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ , ৭ বৈশাখ ১৪২৮ ৭ রমজান ১৪৪২

৬ জেলায় করোনায় মৃত্যু ৩ শনাক্ত ৪৬

রামেকে মৃত্যু ৩

প্রতিনিধি,রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা আক্রান্ত রোগী আইসিইউতে মারা গেছেন। বাকি দুইজন করোনা ওয়ার্ডের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। তিনি জানান, করোনা ওয়ার্ডে ৬৬ জন পজিটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে ৫১ জন ও আইসিইউতে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালেরর পরিচালক ডা. শামীম ইয়াজদানী জানান, করোনায় আক্রান্ত হয়ে মৃতদের তথ্য আমরা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয় বরাবর পাঠানো হয়। উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এলে পরে সেই তথ্য পরবর্তীতে করোনায় আক্রান্তে মৃতদের মধ্যে যুক্ত করা হয়।

ভালুকায় শনাক্ত ১৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

গত ২৪ ঘণ্টায় শিল্পাঞ্চলসহ ভালুকার বিভিন্ন এলাকায় ১৭ জনের কোভিড ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে ও বিশেষ প্রয়োজনে বাইরে গেলে মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন। শিল্পাঞ্চলখ্যাত ঘনবসতিপূর্ণ ভালুকা উপজেলার সর্বত্র প্রশাসনের নজরদারি থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি অমান্য করে লোক জনের চলাফেরা বেড়ে যাওয়ায় ভালুকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে সচেতনমহলের ধারণা।

কিশোরগঞ্জে শনাক্ত ১৮

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের তিনটি ল্যাবে নতুন ১৮ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৫ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১৪০টি নমুনা পরীক্ষায় ১৬টি পজিটিভ, পুরনো তিন রোগির নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা এক রোগির নমুনাও পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ হয়েছে। অন্যদিকে তাড়াইলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেপিড এন্টিজেন পরীক্ষায় দু’টি নমুনার মধ্যে একটি পজিটিভ হয়েছে। নতুন আক্রন্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৬ জন, আর তাড়াইল, পাকুন্দিয়া ও বাজিতপুরে একজন করে। সুস্থ হয়েছেন ভৈরবে ১৩ জন, সদরে ৭ জন আর বাজিতপুরে ৫ জন। রোববার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪১৩ জন।

নিয়ামতপুরে শনাক্ত ৩

প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুরে নতুন করে আরো ৩জন করোনা সংক্রমিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপেপ্লক্স সূত্রে জানা যায়, ২৯ মার্চ এর ফলাফলে ১জন এবং ১৫ এপ্রিল ফলাফলে ২জন করোনা পজেটিভ হয়েছে।

করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন উপজেলার ভাবিচা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত- ফয়েজ উদ্দিনের ছেলে সামসুল ইসলাম, শ্রীমন্তপুর ইউনিয়নের ভাদরন্ড গ্রামের বনমালার ছেলে জয়ন্ত এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান, অমল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ২০ দিন পূর্বে একজন করোনা পজেটিভ হয়েছে এবং ১৫ এপ্রিলে ২জন করোনা পজেটিভ হয়েছে। ১৫ এপ্রিলে যে ২জন করোনা পজেটিভ হয়েছে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ৬ এপ্রিল। ১৮ এপ্রিল বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৯ হাজার ৭জন করোনা ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করেছেন। প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৭ হাজার ৬শ ৩৩ জন এবং দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন ১ হাজার ২শ ২৪ জন।

নবাবগঞ্জে শনাক্ত ৭

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২০ জন। মোট সুস্থ হয়েছে ৭৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৭ এপ্রিল ঢাকায় পাঠানো ৪৯ জনের নমুনা থেকে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯২০ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৭৮৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন।

হরিরামপুরে শনাক্ত ১

প্রতিনিধি, হরিরামপুর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নতুন করে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত রোববার জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মোট ১৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত উপজেলায় ৩ জন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলেও জানা গেছে।