স্যামসাং বাজারে নিয়ে এলো গ্যালাক্সি এম১২ ও গ্যালাক্সি এম৬২

স্যামসাং বাংলাদেশের গ্যালাক্সি এম সিরিজে যুক্ত করেছে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৮ ন্যানোমিটার প্রসেসরের সাথে গ্যালাক্সি এম১২ এর ব্যাটারি অত্যন্ত পাওয়ার-এফিশিয়েন্ট এবং প্লাগ-ইন ছাড়া এক দিনেরও বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যায়। অন্যদিকে, গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২.৭৩ গিগাহার্টজ, ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। গেমারদের কোনো ধরণের ল্যাগ ছাড়া গেমিংয়ের চাহিদা পূরণ করবে গ্যালাক্সি এম৬২। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর। ডিভাইসটিতে আরও রয়েছে ৫ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২ মেগা পিক্সেল ডেপথ এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর।

গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, ১২ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগা পিক্সেলের ডেপথ এবং ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। গ্যালাক্সি এম৬২ এর সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেন্সর, আর এম১২ এ রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে। গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে- এ দুটি ভিন্ন রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে, গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড- এই তিনটি ভিন্ন রঙে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এখন প্রয়োজনের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে। স্যামসাং বাংলাদেশ এম সিরিজ লাইনে গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

আগ্রহীরা ডিভাইসগুলো দারাজ এবং পিকাবু থেকে একাধিক অফারে কেনার সুযোগ পাবেন। দারাজ থেকে গ্যালাক্সি এম১২ কিনতে চাইলে গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধা সহ ১ হাজার টাকার ছাড় উপভোগ করবেন। আর পিকাবু থেকে গ্যালাক্সি এম৬২ বিনাসুদে ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধায় কিনতে পারবেন এবং এর সাথে পাবেন ২ হাজার টাকার ডিল। সংবাদ বিজ্ঞপ্তি।

মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১ , ৭ বৈশাখ ১৪২৮ ৭ রমজান ১৪৪২

স্যামসাং বাজারে নিয়ে এলো গ্যালাক্সি এম১২ ও গ্যালাক্সি এম৬২

image

স্যামসাং বাংলাদেশের গ্যালাক্সি এম সিরিজে যুক্ত করেছে শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অক্টাকোর এক্সিনোজ ৮৫০ চিপসেট, ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম। ৮ ন্যানোমিটার প্রসেসরের সাথে গ্যালাক্সি এম১২ এর ব্যাটারি অত্যন্ত পাওয়ার-এফিশিয়েন্ট এবং প্লাগ-ইন ছাড়া এক দিনেরও বেশি সময় ডিভাইসটি ব্যবহার করা যায়। অন্যদিকে, গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে এক্সিনোজ ৯৮২৫ এসওসি, ২.৭৩ গিগাহার্টজ, ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৭ ন্যানোমিটার প্রসেসরযুক্ত এই ডিভাইসটি, কাটিং-এজ গেমিং এবং গ্রাফিক্স পারফরমেন্সে দেয় অসাধারণ অভিজ্ঞতা। গেমারদের কোনো ধরণের ল্যাগ ছাড়া গেমিংয়ের চাহিদা পূরণ করবে গ্যালাক্সি এম৬২। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৪৮ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর। ডিভাইসটিতে আরও রয়েছে ৫ মেগা পিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল, ২ মেগা পিক্সেল ডেপথ এবং ২ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর।

গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬৪ মেগা পিক্সেলের প্রাথমিক সেন্সর, ১২ মেগা পিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ৫ মেগা পিক্সেলের ডেপথ এবং ৫ মেগা পিক্সেলের ম্যাক্রো সেন্সর। গ্যালাক্সি এম৬২ এর সামনের ক্যামেরা হিসেবে রয়েছে ৩২ মেগা পিক্সেলের সেন্সর, আর এম১২ এ রয়েছে ৮ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। গ্যালাক্সি এম১২ এ রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লে। গ্যালাক্সি এম৬২ এ রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এম৬২ লেজার গ্রিন এবং লেজার গ্রে- এ দুটি ভিন্ন রঙে ৩৪,৯৯৯ টাকায় পাওয়া যাবে। অন্যদিকে, গ্যালাক্সি এম১২ অ্যাট্রাকটিভ ব্ল্যাক, এলিগেন্ট ব্লু এবং ট্রেন্ডি এমেরাল্ড- এই তিনটি ভিন্ন রঙে ১৮,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘স্মার্টফোন এখন প্রয়োজনের চেয়ে বেশি কিছু হয়ে উঠেছে। স্যামসাং বাংলাদেশ এম সিরিজ লাইনে গ্যালাক্সি এম১২ এবং গ্যালাক্সি এম৬২ উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

আগ্রহীরা ডিভাইসগুলো দারাজ এবং পিকাবু থেকে একাধিক অফারে কেনার সুযোগ পাবেন। দারাজ থেকে গ্যালাক্সি এম১২ কিনতে চাইলে গ্রাহকরা ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধা সহ ১ হাজার টাকার ছাড় উপভোগ করবেন। আর পিকাবু থেকে গ্যালাক্সি এম৬২ বিনাসুদে ৬ মাসের সহজ মাসিক কিস্তি সুবিধায় কিনতে পারবেন এবং এর সাথে পাবেন ২ হাজার টাকার ডিল। সংবাদ বিজ্ঞপ্তি।