লকডাউনে ২৫ শতাংশ জনবল নিয়ে চলবে বীমার অফিস

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর্থিক লেনদেন বন্ধ থাকলে গ্রাহক এবং প্রতিষ্ঠান উভয়ই পড়ে বিপদে। সরকার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে। তাই এবার বীমা সেবা চালু রাখতে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বীমা পলিসি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘœ রাখা এবং লাইফ বীমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যুদাবি যথাসময়ে পরিশোধের স্বার্থে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা থাকবে। অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। বীমা কোম্পানির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কার্যালয়ও এই সময়সূচি অনুযায়ী ২৫ শতাংশ জনবল নিয়ে খোলা থাকবে। সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়া করতে হবে।

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

লকডাউনে ২৫ শতাংশ জনবল নিয়ে চলবে বীমার অফিস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সরকারি নির্দেশনা অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল পর্যন্ত চলমান লকডাউন বাড়ানো হয়েছে। এতে চরম বিপাকে পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। আর্থিক লেনদেন বন্ধ থাকলে গ্রাহক এবং প্রতিষ্ঠান উভয়ই পড়ে বিপদে। সরকার ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে। তাই এবার বীমা সেবা চালু রাখতে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ বিষয়ে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি নৌ-বীমা পলিসি অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকায় বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে ২৮ এপ্রিল ২০২১ পর্যন্ত দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘœ রাখা এবং লাইফ বীমাকারীর মেয়াদপূর্তি ও মৃত্যুদাবি যথাসময়ে পরিশোধের স্বার্থে ২৫ শতাংশ জনবল নিয়ে বীমা কোম্পানির প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ শাখা স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে খোলা থাকবে। অফিস সময় হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। বীমা কোম্পানির পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ কার্যালয়ও এই সময়সূচি অনুযায়ী ২৫ শতাংশ জনবল নিয়ে খোলা থাকবে। সংশ্লিষ্ট বীমা কোম্পানিকে নিজস্ব পরিবহন ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে তাদের কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়া করতে হবে।