তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। আগের তিন কার্যদিবিসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে গতকাল বড় উত্থান হয়েছে। এদিন উভয় শেয়াারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আড়াই ঘণ্টায় ১৩ শত কোটি টাকার লেনদেন হয়েছে যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩.৫৩ পয়েন্টে এবং ২০৮২.৮১ পয়েন্টে। গতকাল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা দুই মাস ২৫ কার্যদিবস বা ৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৩টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৮টির বা ২৭.৬৮ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭.৮০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩.২৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ৭৭টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ কোটি ১০ লাখ টাকার ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এসিআইয়ের ৯ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭২ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৫১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ১০ লাখ টাকার, ইফাদ অটোসের ৯ লাখ ২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ ১০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫৬ হাজার টাকার, সি পার্লের ২১ লাখ ৪ হাাজাার টাকার, সিলভা ফার্মার ২৫ লাখ ৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫১ লাখ ৪৩ হাজার টাকার, সানলাইফের ১২ লাখ ৬৫ হাজার টাকার এবং ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। গত সোমবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.২০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৬৩ শতাংশ, গোল্ডেন সনের ৯.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৫৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭.৮৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৬.৫২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৭.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ডিএসইতে শেয়ার দর কমায় শীর্ষে দশে নাম লিখিয়েছে বীমা খাতের কোম্পানি। ডিএসইতে টপটেন লুজার তালিকায় সবগুলো কোম্পানিই বীমা খাতের। অর্থাৎ লুজারের শতভাগ কোম্পানিই বীমা খাতের দখলে চলে গেছে। ডিএসইতে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে প্রভাতী ইন্স্যুরেন্স। গত সোমবার প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৬.৩৮ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.১৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৯৩ শতাংশ কমেছে।

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। আগের তিন কার্যদিবিসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে গতকাল বড় উত্থান হয়েছে। এদিন উভয় শেয়াারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আড়াই ঘণ্টায় ১৩ শত কোটি টাকার লেনদেন হয়েছে যা তিন মাসের মধ্যে সর্বোচ্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২১.৭৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭.৩৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৬.১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩.৫৩ পয়েন্টে এবং ২০৮২.৮১ পয়েন্টে। গতকাল ডিএসইতে ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা দুই মাস ২৫ কার্যদিবস বা ৫৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি গতকালের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৩টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৮টির বা ২৭.৬৮ শতাংশের এবং বাকি ৬৩টির বা ১৭.৮০ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪২.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৩.২৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দর বেড়েছে, কমেছে ৭৭টির আর ৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪০২ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ৭৪৪টি শেয়ার ১০২ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৪০২ কোটি ৭১ লাখ ৩৪ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২৭ কোটি ২৮ লাখ ১১ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২৫ কোটি ১০ লাখ টাকার ইউনাইটেড পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১২৩ কোটি ৮৪ লাখ টাকার লেনদেন হয়েছে গ্রামীণফোনের।

এছাড়া এসিআইয়ের ৯ লাখ ৪০ হাজার টাকার, এডিএন টেলিকমের ৭ লাখ ২৭ হাজার টাকার, এশিয়া ইন্স্যুরেন্সের ৬ কোটি ৭২ লাখ টাকার, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১ কোটি ৪ লাখ ১০ হাজার টাকার, বিকন ফার্মার ১০ লাখ ৫১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৭ লাখ ১০ হাজার টাকার, বেক্সিমকোর ৯ লাখ ১৩ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৭ লাখ ৪০ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৩ লাখ ৬৪ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৮ কোটি ৯০ লাখ ৭ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার, জেনেক্সের ১০ লাখ টাকার, ইফাদ অটোসের ৯ লাখ ২ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৫ লাখ ৩৯ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৫ লাখ ৪৯ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ১৫ হাজার টাকার, আরডি ফুডের ২ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকার, রিংশাইনের ৫ লাখ ১০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫৬ হাজার টাকার, সি পার্লের ২১ লাখ ৪ হাাজাার টাকার, সিলভা ফার্মার ২৫ লাখ ৬ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫১ লাখ ৪৩ হাজার টাকার, সানলাইফের ১২ লাখ ৬৫ হাজার টাকার এবং ইউনাইটেড ফাইন্যান্সের ১ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৩টির বা ৫৪.৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। গত সোমবার ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১২.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০.২০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯.৬৩ শতাংশ, গোল্ডেন সনের ৯.৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৫৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৭.৯৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭.৮৫ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ এবং আনলিমা ইয়ার্নের শেয়ার দর ৬.৫২ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির বা ২৭.৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ডিএসইতে শেয়ার দর কমায় শীর্ষে দশে নাম লিখিয়েছে বীমা খাতের কোম্পানি। ডিএসইতে টপটেন লুজার তালিকায় সবগুলো কোম্পানিই বীমা খাতের। অর্থাৎ লুজারের শতভাগ কোম্পানিই বীমা খাতের দখলে চলে গেছে। ডিএসইতে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে প্রভাতী ইন্স্যুরেন্স। গত সোমবার প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০.৪০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮.৯০ টাকা বা ৬.৩৮ শতাংশ কমেছে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.৮০ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৫.৬০ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৪.৮৭ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৪.৭৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৪.৫৫৭ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৩৩ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.১৫ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৪.০৩ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.৯৩ শতাংশ কমেছে।