ভার্চুয়াল মাধ্যমে নববর্ষ উদযাপনে রাকুতেন ভাইবারের নতুন উদ্যোগ

বৈশ্বিক মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নববর্ষ উদযাপনে যাতে কোন অসম্পূর্ণতা থেকে না যায়, সে লক্ষ্যে বিনামূল্যে মেসেজিং ও কলিং অ্যাপ রাকুতেন ভাইবার বাংলা নববর্ষ ভার্চুয়াল মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে, ভাইবার সম্প্রতি নববর্ষ চ্যাটবট চালু করেছে। উৎসবের এই মৌসুমে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভাইবার তাদের স্থানীয় দেশি বটকে ‘শুভ নববর্ষ চ্যাটবট’ এ রূপান্তর করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন গেম খেলতে পারবেন।

এ নিয়ে রাকুতেন ভাইবার অ্যাপাকের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘এই চ্যাটবটটি স্থানীয় নববর্ষ উদযাপনে ভাইবারের একটি প্রচেষ্টা। পরিস্থিতি যেমনই হোক না মানুষ যেনো তার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইবারে আমরা এমনটাই বিশ্বাস করি। আমরা এই দিনটির তাৎপর্য এবং এই উৎসবের সাথে বাঙালির যে আবেগ জড়িয়ে আছে সেটা বুঝতে পারি। এজন্য আমরা বাংলাদেশি ব্যবহারকারীদের উৎসবের আমেজকে চাঙ্গা করতে নতুন চ্যাটবটটি চালু করেছি।’ শুভেচ্ছা পাঠানো ছাড়াও, ভাইবার ব্যবহারকারীরা অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। পুরস্কার হিসেবে থাকছে ভি/ও কুপন, পেইড স্টিকার প্যাক, ২টি স্মার্টফোন এবং ৫টি ব্লুটুথ স্পিকার। ব্যবহারকারীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই স্ক্র্যাচ অ্যান্ড উইন গেমটি খেলতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

ভার্চুয়াল মাধ্যমে নববর্ষ উদযাপনে রাকুতেন ভাইবারের নতুন উদ্যোগ

image

বৈশ্বিক মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে নববর্ষ উদযাপনে যাতে কোন অসম্পূর্ণতা থেকে না যায়, সে লক্ষ্যে বিনামূল্যে মেসেজিং ও কলিং অ্যাপ রাকুতেন ভাইবার বাংলা নববর্ষ ভার্চুয়াল মাধ্যমে উদযাপনের উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে, ভাইবার সম্প্রতি নববর্ষ চ্যাটবট চালু করেছে। উৎসবের এই মৌসুমে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভাইবার তাদের স্থানীয় দেশি বটকে ‘শুভ নববর্ষ চ্যাটবট’ এ রূপান্তর করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা শুভেচ্ছা বার্তা পাঠাতে পারবেন এবং স্ক্র্যাচ অ্যান্ড উইন গেম খেলতে পারবেন।

এ নিয়ে রাকুতেন ভাইবার অ্যাপাকের সিনিয়র ডিরেক্টর ডেভিড সে বলেন, ‘এই চ্যাটবটটি স্থানীয় নববর্ষ উদযাপনে ভাইবারের একটি প্রচেষ্টা। পরিস্থিতি যেমনই হোক না মানুষ যেনো তার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন, ভাইবারে আমরা এমনটাই বিশ্বাস করি। আমরা এই দিনটির তাৎপর্য এবং এই উৎসবের সাথে বাঙালির যে আবেগ জড়িয়ে আছে সেটা বুঝতে পারি। এজন্য আমরা বাংলাদেশি ব্যবহারকারীদের উৎসবের আমেজকে চাঙ্গা করতে নতুন চ্যাটবটটি চালু করেছি।’ শুভেচ্ছা পাঠানো ছাড়াও, ভাইবার ব্যবহারকারীরা অংশগ্রহণের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে পারবেন। পুরস্কার হিসেবে থাকছে ভি/ও কুপন, পেইড স্টিকার প্যাক, ২টি স্মার্টফোন এবং ৫টি ব্লুটুথ স্পিকার। ব্যবহারকারীরা আগামী ২০ এপ্রিল পর্যন্ত এই স্ক্র্যাচ অ্যান্ড উইন গেমটি খেলতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।