হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম বলেন, হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্প্রতি হেফাজতের তা-ব ও হরতালের পর থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের হাটহাজারী থেকে র?্যাব ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে। একইদিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে হেফাজত নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র?্যাব-১১। তারা হলো হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ সারাদেশে বিভিন্ন জায়গায় নেতাকর্র্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর
বৃষ্টির জন্য কাঁদছে বরেন্দ্র অঞ্চল, বাতাসের সঙ্গে বইছে আগুনের হল্কা
বিশ্বে ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণের রেকর্ড আইইএ
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি অনভিপ্রেত হাইকোর্ট
দল বিবেচনায় নয়, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার চলছে কাদের
বিএনপি-জামায়াত হেফাজত একই সূত্রে গাঁথা : ১৪ দল
করোনা পরিস্থিতিতে নির্বাচনী জনসভা ছোট করা হবে
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে
বিভাগীয় ও জেলা শহরগুলোতে ন্যায্যমূল্যে ওএমএস চাল-আটা বিক্রি অব্যাহত থাকবে
আধুনিক প্রযুক্তিতে বিটিসিএলের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে
চিকিৎসকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে ড্যাব
বরিশালে ডায়রিয়া রোগী বেড়েই চলেছে তাঁবুতেও ঠাঁই নেই

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা মহানগর হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুর আলম বলেন, হেফাজতের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলীকে গ্রেপ্তার করেছে ডিবির গুলশান বিভাগ। তাকে পুরোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

সম্প্রতি হেফাজতের তা-ব ও হরতালের পর থেকে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার মধ্যরাতে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের হাটহাজারী থেকে র?্যাব ও ডিবির যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক মুফতি শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে শরিফ উল্লাহকে গ্রেপ্তার করে। একইদিন রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হেফাজতের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে হেফাজত নেতা মামুনুলকে নারীসহ আটকের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টির মামলার প্রধান আসামিসহ দলটির ৪ নেতাকে গ্রেপ্তার করেছে র?্যাব-১১। তারা হলো হেফাজত নেতা মাওলানা ইকবাল (প্রধান আসামি), মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহজাহান শিবলী ও মাওলানা মোয়াজ্জেম। এছাড়া ব্রাহ্মণবাড়িয়াতে প্রায় দুই শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জসহ সারাদেশে বিভিন্ন জায়গায় নেতাকর্র্মীদের গ্রেপ্তার করা হয়েছে।