চিকিৎসকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে ড্যাব

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা বলেছেন, দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখযোদ্ধা হিসেবে করোনাভাইরাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন নিবর্তনমূলক, অসম্মানজনক, বৈষম্যমূলক, বিমাতাসুলভ আচরণ ও বিভিন্নভাবে নাজেহাল করছেন। গতকাল ড্যাবের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপনে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীদের তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার নিমিত্তে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, সারাদেশেই আইনপ্রয়োগকারী সংস্থার অতি উৎসাহী ব্যক্তিবর্গের মাধ্যমে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বেশ কয়েকজন চিকিৎসককে হয়রানি করা হয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে বেআইনিভাবে জরিমানা করা হয়েছে।

আরও খবর
বৃষ্টির জন্য কাঁদছে বরেন্দ্র অঞ্চল, বাতাসের সঙ্গে বইছে আগুনের হল্কা
বিশ্বে ২০২১ সালে দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণের রেকর্ড আইইএ
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি অনভিপ্রেত হাইকোর্ট
দল বিবেচনায় নয়, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার চলছে কাদের
বিএনপি-জামায়াত হেফাজত একই সূত্রে গাঁথা : ১৪ দল
করোনা পরিস্থিতিতে নির্বাচনী জনসভা ছোট করা হবে
হেফাজত নেতা কোরবান আলী গ্রেপ্তার
অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হচ্ছে
বিভাগীয় ও জেলা শহরগুলোতে ন্যায্যমূল্যে ওএমএস চাল-আটা বিক্রি অব্যাহত থাকবে
আধুনিক প্রযুক্তিতে বিটিসিএলের টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে
বরিশালে ডায়রিয়া রোগী বেড়েই চলেছে তাঁবুতেও ঠাঁই নেই

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

চিকিৎসকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে ড্যাব

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা বলেছেন, দেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সম্মুখযোদ্ধা হিসেবে করোনাভাইরাসের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাচ্ছেন। অথচ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুরু থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন নিবর্তনমূলক, অসম্মানজনক, বৈষম্যমূলক, বিমাতাসুলভ আচরণ ও বিভিন্নভাবে নাজেহাল করছেন। গতকাল ড্যাবের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপনে চিকিৎসকসহ সব স্বাস্থ্যকর্মীদের তাদের নিজ নিজ কর্মস্থলে দায়িত্ব পালন করার নিমিত্তে চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে। কিন্তু আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি, সারাদেশেই আইনপ্রয়োগকারী সংস্থার অতি উৎসাহী ব্যক্তিবর্গের মাধ্যমে চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটছে। বিশেষ করে রাজধানী ঢাকায় বেশ কয়েকজন চিকিৎসককে হয়রানি করা হয়েছে। এমনকি কোন কোন ক্ষেত্রে বেআইনিভাবে জরিমানা করা হয়েছে।