মানতে হবে স্বাস্থ্যবিধি

সারা বিশ্ব যে কঠিন পরিস্থিতির শিকার, সেখানে আমরাও বাদ যাইনি। কিন্তু আমাদের জন্য কি প্রয়োজনীয় বিধিনিষেধ কঠিন মনে হচ্ছে? হওয়াটাই কি স্বাভাবিক নয়? যেখানে খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করা দরকার, সেখানে আমরা খাওয়ার পর হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করি। অথচ খাওয়ার আগে পরিষ্কার থাকাটা জরুরি। সামান্য একটি মাস্ক না পরার জন্য কত অজুহাত খুঁজি অথচ এই মহামারীতে এটিই একমাত্র সম্বল। কয়েকশ/হাজার টাকা জরিমানা দেবো কিন্তু মাস্ক পারবো না। আমরা কি অনুধাবন করি না, নাকি বোঝার পরও না বোঝার ভান করি। এগুলো ভালো অভ্যাস শুধু কি এই করোনাকালীন সময়ে নাকি এটা আমার সারা জীবনের একটি ভালো অভ্যাসে পরিণত হতে পারে। এ অভ্যাসগুলো না থাকার কুফল আমরা অনেক বছর যাবত ভোগ করছি, কিন্তু চোখে পড়েনি। এই সময়ে এসে হঠাৎ করে পরিবর্তন করতে চাইলেই কি পরিবর্তন করতে পারব? না তা হয়তো পারব না, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? পৃথিবী হয়তো সুস্থ হবে, কিন্তু আমাদের সুস্থ থাকতে এই ছোট ছোট অভ্যাসগুলো গ্রহণ করার বিকল্প নেই।

মাহমুদুর রহমান

বুধবার, ২১ এপ্রিল ২০২১ , ৮ বৈশাখ ১৪২৮ ৮ রমজান ১৪৪২

মানতে হবে স্বাস্থ্যবিধি

image

সারা বিশ্ব যে কঠিন পরিস্থিতির শিকার, সেখানে আমরাও বাদ যাইনি। কিন্তু আমাদের জন্য কি প্রয়োজনীয় বিধিনিষেধ কঠিন মনে হচ্ছে? হওয়াটাই কি স্বাভাবিক নয়? যেখানে খাওয়ার আগে হাত ভালোভাবে পরিষ্কার করা দরকার, সেখানে আমরা খাওয়ার পর হ্যান্ডওয়াশ দিয়ে হাত পরিষ্কার করি। অথচ খাওয়ার আগে পরিষ্কার থাকাটা জরুরি। সামান্য একটি মাস্ক না পরার জন্য কত অজুহাত খুঁজি অথচ এই মহামারীতে এটিই একমাত্র সম্বল। কয়েকশ/হাজার টাকা জরিমানা দেবো কিন্তু মাস্ক পারবো না। আমরা কি অনুধাবন করি না, নাকি বোঝার পরও না বোঝার ভান করি। এগুলো ভালো অভ্যাস শুধু কি এই করোনাকালীন সময়ে নাকি এটা আমার সারা জীবনের একটি ভালো অভ্যাসে পরিণত হতে পারে। এ অভ্যাসগুলো না থাকার কুফল আমরা অনেক বছর যাবত ভোগ করছি, কিন্তু চোখে পড়েনি। এই সময়ে এসে হঠাৎ করে পরিবর্তন করতে চাইলেই কি পরিবর্তন করতে পারব? না তা হয়তো পারব না, কিন্তু চেষ্টা করতে দোষ কোথায়? পৃথিবী হয়তো সুস্থ হবে, কিন্তু আমাদের সুস্থ থাকতে এই ছোট ছোট অভ্যাসগুলো গ্রহণ করার বিকল্প নেই।

মাহমুদুর রহমান