লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে

করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। আগের চার কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে গতকাল সামান্য উত্থান হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৩.২২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বাড়লেও শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫২৩ কোটি ১৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩০টির বা ৩৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৭টির বা ৪৪.৩৫ শতাংশের এবং বাকি ৬৭টির বা ১৮.৯৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১১.২৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৮ লাখ ৮৪ হাজার ৭৮৮টি শেয়ার ৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া এপোলো ইস্পাতের ৫ লাখ ৯ হাজার টাকার, বিবিএস কেবলসের ১৫ লাখ ৩৪ হাজার টাকার, বেক্সিমকোর ২০ লাখ ১৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪২ লাখ টাকার, জেনেক্সের ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৩ লাখ ৬৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৩৪ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১৩ লাখ ১৩ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ৯ লাখ ৯৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৩৯ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৭ লাখ ২৯ হাজার টাকার, রবি আজিয়াটার ৯৫ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৯২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৬৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১১ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪৪.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে যমুনা ব্যাংকের। গত মঙ্গলবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে যমুনা ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে জুট স্পিনার্সের ৮.২১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিকি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৮৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৬১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩.৭২ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ৩.৬৭ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একটিভ ফাইন কেমিক্যালের। গত মঙ্গলবার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একটিভ ফাইন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.২৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৫৪ শতাংশ, বিডি থাইয়ের ৭.৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৩২ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.১৮ শতাংশ বেড়েছে।

image
আরও খবর
শীঘ্রই শুরু হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণ : অর্থমন্ত্রী
আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
করোনার মধ্যেও রেমিট্যান্সের গতি অব্যাহত
সীমিত আকারে চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠান
হিলিতে পেঁয়াজের দাম কমেছে
লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি চালু রয়েছে
করোনায় ‘অথবা ডটকম’র অর্ডার বেড়ে দ্বিগুণ
চায়না করিডোর বিজনেসের জন্য ব্যাংকার নিয়োগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
ঈদ উপলক্ষে ‘সিক্সএনাইন’ মডেলের স্মার্ট ফ্রিজ আনলো ওয়ালটন
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল
৪ কোটি গ্রাহকের মাইলফলক ছাড়ালো ‘নগদ’
শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

করোনাভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিনিষেধ শুরুর পর সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেশের শেয়ারবাজার। আগের চার কার্যদিবসের মতো গতকালও উত্থান হয়েছে শেয়ারবাজারে। তবে গতকাল সামান্য উত্থান হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৩.২২ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ০.৮৬ পয়েন্ট বাড়লেও শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট কমেছে। গতকাল ডিএসইতে ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫২৩ কোটি ১৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৩০টির বা ৩৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১৫৭টির বা ৪৪.৩৫ শতাংশের এবং বাকি ৬৭টির বা ১৮.৯৩ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১১.২৫ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৪২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০২টির দর বেড়েছে, কমেছে ৯৬টির আর ৪৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ১৯টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১৮ লাখ ৮৪ হাজার ৭৮৮টি শেয়ার ৪০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৩ কোটি ২১ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫ কোটি ৭৪ লাখ ১০ হাজার টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ১১ লাখ ৮২ হাজার টাকার সেন্ট্রাল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

এছাড়া এপোলো ইস্পাতের ৫ লাখ ৯ হাজার টাকার, বিবিএস কেবলসের ১৫ লাখ ৩৪ হাজার টাকার, বেক্সিমকোর ২০ লাখ ১৯ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২৭ লাখ ২৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৪২ লাখ টাকার, জেনেক্সের ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ১৩ লাখ ৬৯ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৬ লাখ ৩৪ হাজার টাকার, মার্কেন্টাইল ব্যাংকের ১৩ লাখ ১৩ হাজার টাকার, মীর আখতার হোসাইনের ৯ লাখ ৯৮ হাজার টাকার, ন্যাশনাল টিউবসের ৫ লাখ ৩৯ হাজার টাকার, পাওয়ার গ্রিডের ৭ লাখ ২৯ হাজার টাকার, রবি আজিয়াটার ৯৫ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৫ লাখ ৯২ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৬৫ হাজার টাকার এবং স্ট্যান্ডার্ড সিরামিকের ১১ লাখ ৯৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪৪.৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে যমুনা ব্যাংকের। গত মঙ্গলবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬.৯০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৮০ টাকা বা ৯.৬২ শতাংশ কমেছে। এর মাধ্যমে যমুনা ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে জুট স্পিনার্সের ৮.২১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিকি মিউচ্যুয়াল ফান্ডের ৫.৮০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.২৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৮৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.৬১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৩.৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩.৭২ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ৩.৬৭ শতাংশ কমেছে। গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৬.৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একটিভ ফাইন কেমিক্যালের। গত মঙ্গলবার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫.৫০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একটিভ ফাইন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে ঢাকা ইন্স্যুরেন্সের ৯.৮৬ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৯.৮৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯.২৭ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৮.৫৭ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৮.৫৪ শতাংশ, বিডি থাইয়ের ৭.৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৩২ শতাংশ এবং ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.১৮ শতাংশ বেড়েছে।