সীমিত আকারে চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠান

গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দিতে আজ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা ১টি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলোকে স্বীয় বিবেচনায় সম্পন্ন করতে বলা হয়েছে।

আরও খবর
শীঘ্রই শুরু হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণ : অর্থমন্ত্রী
আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে
করোনার মধ্যেও রেমিট্যান্সের গতি অব্যাহত
হিলিতে পেঁয়াজের দাম কমেছে
লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি চালু রয়েছে
করোনায় ‘অথবা ডটকম’র অর্ডার বেড়ে দ্বিগুণ
চায়না করিডোর বিজনেসের জন্য ব্যাংকার নিয়োগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
ঈদ উপলক্ষে ‘সিক্সএনাইন’ মডেলের স্মার্ট ফ্রিজ আনলো ওয়ালটন
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল
৪ কোটি গ্রাহকের মাইলফলক ছাড়ালো ‘নগদ’
শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

সীমিত আকারে চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠান

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী/ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এতে বলা হয়েছে, গ্রাহকদের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাদান ইত্যাদি জরুরি আর্থিক সেবা দিতে আজ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা ১টি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানগুলোকে স্বীয় বিবেচনায় সম্পন্ন করতে বলা হয়েছে।