হিলিতে পেঁয়াজের দাম কমেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধিতে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে। একদিন আগেও কেজিপ্রতি ২৫-২৬ টাকা দামে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২২ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) কম থাকায় আমদানি কমে কয়েক দিন ধরে গড়ে চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। অন্যদিকে চলতি মাসেই অবশিষ্ট আইপির মেয়াদ শেষ হচ্ছে জেনে আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল একদিনেই ১৪ ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে।

অন্যদিকে দরবৃদ্ধির আশঙ্কায় অনেকেই রমজানের শুরুতে চাহিদামাফিক পেঁয়াজ কিনে রাখে। এ কারণে আগের তুলনায় পেঁয়াজের চাহিদা কমেছে। ফলে কমেছে নিত্যপণ্যটির দামও।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, চাহিদার তুলনায় বাড়তি পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় গতকাল অর্ধেক পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়নি, যা বন্দরের ভেতরে আটকা পড়ে আছে।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সোমবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে আমদানিকারকরা খালাস নিয়েছেন সাত ট্রাক। বাকি সাত ট্রাক পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা পড়ে রয়েছে। এর আগের দিন বন্দর দিয়ে তিন ট্রাকে ৯০ টন পেঁয়াজ আমদানি হয়।’

আরও খবর
শীঘ্রই শুরু হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণ : অর্থমন্ত্রী
আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে
করোনার মধ্যেও রেমিট্যান্সের গতি অব্যাহত
সীমিত আকারে চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠান
লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি চালু রয়েছে
করোনায় ‘অথবা ডটকম’র অর্ডার বেড়ে দ্বিগুণ
চায়না করিডোর বিজনেসের জন্য ব্যাংকার নিয়োগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
ঈদ উপলক্ষে ‘সিক্সএনাইন’ মডেলের স্মার্ট ফ্রিজ আনলো ওয়ালটন
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল
৪ কোটি গ্রাহকের মাইলফলক ছাড়ালো ‘নগদ’
শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

হিলিতে পেঁয়াজের দাম কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধিতে মাত্র একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৪-৫ টাকা কমেছে। একদিন আগেও কেজিপ্রতি ২৫-২৬ টাকা দামে পেঁয়াজ বিক্রি হলেও বর্তমানে তা কমে ২১-২২ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির অনুমতিপত্র (আইপি) কম থাকায় আমদানি কমে কয়েক দিন ধরে গড়ে চার-পাঁচ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। অন্যদিকে চলতি মাসেই অবশিষ্ট আইপির মেয়াদ শেষ হচ্ছে জেনে আমদানির পরিমাণ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এতে হিলি স্থলবন্দর দিয়ে গতকাল একদিনেই ১৪ ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়েছে। ফলে বাজারে চাহিদার তুলনায় পেঁয়াজের সরবরাহ বেড়েছে।

অন্যদিকে দরবৃদ্ধির আশঙ্কায় অনেকেই রমজানের শুরুতে চাহিদামাফিক পেঁয়াজ কিনে রাখে। এ কারণে আগের তুলনায় পেঁয়াজের চাহিদা কমেছে। ফলে কমেছে নিত্যপণ্যটির দামও।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, চাহিদার তুলনায় বাড়তি পরিমাণ পেঁয়াজ আমদানি হওয়ায় গতকাল অর্ধেক পরিমাণ পেঁয়াজ বিক্রি হয়নি, যা বন্দরের ভেতরে আটকা পড়ে আছে।

স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সোমবার বন্দর দিয়ে ১৪টি ট্রাকে ৩৯১ টন পেঁয়াজ আমদানি হয়। এর মধ্যে আমদানিকারকরা খালাস নিয়েছেন সাত ট্রাক। বাকি সাত ট্রাক পেঁয়াজ বন্দরের ভেতরে আটকা পড়ে রয়েছে। এর আগের দিন বন্দর দিয়ে তিন ট্রাকে ৯০ টন পেঁয়াজ আমদানি হয়।’