করোনায় ‘অথবা ডটকম’র অর্ডার বেড়ে দ্বিগুণ

দেশের জনপ্রিয় ইকমার্স সাইট ‘অথবা ডটকম’ গুণগত মানের পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করেছে। আর এ কারণেই করোনাকালে ই-কমার্স সাইটটির অর্ডার চাহিদা বেড়েছে দ্বিগুণ। রমজান উপলক্ষে ফ্রি ডেলিভারিসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় ও একাধিক অফার রয়েছে ক্রেতাদের জন্য।

প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস আদিল খান বলেন, ‘আমাদের অর্ডার অনেক বেড়েছে। করোনার আগে যেটা আমাদের ছিল তার দ্বিগুণ হয়েছে। আমরা চেষ্টা করছি লকডাউনের মধ্যে ও গ্রাহকের কাছে তাদের পণ্য পৌঁছে দিতে। আমাদের যে পণ্যগুলো ওয়্যারহাউজে আছে সেগুলো তো দ্রুত ডেলিভারি দেয়ার চেষ্টা করছি। কিন্তু যে পণ্যগুলো আমাদের ওয়্যারহাউজে নাই, বাইরের সেলারদের তাদের পণ্য কিছুটা দেরি হচ্ছে।

সেলাররা হয়তো তাদের স্টোর ওপেন করতে পারছেন না, পণ্য আনতে পারছেন না বা আমাদের কাছে পৌঁছে দিতে পারছেন না। সেই পণ্যগুলো দিতে একটু দেরি হচ্ছে। এক্ষেত্রে কিছু পণ্যেও অর্ডার ও আমাদের ক্যান্সাল করতে হচ্ছে।’

করোনাকালে মুদি পণ্যেও চাহিদা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, এই মুহূর্তে আমরা দেখছি গ্রোসারি আইটেমের চাহিদা বেশি। নিত্যপ্রয়োজনীয় জিনিস পণ্যের অর্ডার বেড়েছে। এছাড়া রেগুলার যেগুলো হয়, সাধারণত সেগুলো ও চলছে। ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্যগুলো চলছে। চলতি বছরের মার্চে করোনার প্রাদুর্ভাব বাড়ায় সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়ছে। তিনি বলেন, লকডাউনের আগেও করোনা সেইফটি ইক্যুইপমেন্টের চাহিদা ছিল। তবে মার্চের পরে এপ্রিলে ফের করোনা বাড়লে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে।

রমজান উপলক্ষে মুদিপণ্যে ৩০ শতাংশ ছাড়, টেল প্লাস্টিকে ২০ শতাংশ ছাড়, ইসলামী বইয়ে ৪০ শতাংশ ছাড়সহ একাধিক মূল্য ছাড়ের অফার রয়েছে অথবা ডটকমে। আসন্ন ঈদে পোশাক ও জুতায়সহ বেশ কিছু পণ্যের ওপর আমাদের ডিসকাউন্ট অফার চলছে। এটা ঈদ পর্যন্ত চলবে। হোম এপ্লায়েন্স থেকে শুরু করে ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্যে ও অন্যান্য জিনিসে চলছে। আর রমজান উপলক্ষে আমরা গ্রোসারির উপর একটা ডিস্কাউন্ট দিয়েছিলাম, সেটায় ডিসকাউন্ট চলছে। আর পোশাক, জুতায় আমাদের ভালো অফার চলছে। ঈদ উপলক্ষে পোশাকে আমাদের নতুন অফার আসবে।

আরও খবর
শীঘ্রই শুরু হবে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা বিতরণ : অর্থমন্ত্রী
আন্তঃব্যাংক লেনদেনের নতুন সময়সূচি
লেনদেন সামান্য কমলেও সূচক বেড়েছে
করোনার মধ্যেও রেমিট্যান্সের গতি অব্যাহত
সীমিত আকারে চালু থাকবে আর্থিক প্রতিষ্ঠান
হিলিতে পেঁয়াজের দাম কমেছে
লকডাউনেও সঞ্চয়পত্র বিক্রি চালু রয়েছে
চায়না করিডোর বিজনেসের জন্য ব্যাংকার নিয়োগ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের
ঈদ উপলক্ষে ‘সিক্সএনাইন’ মডেলের স্মার্ট ফ্রিজ আনলো ওয়ালটন
স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষাসামগ্রী দিল প্রাণ-আরএফএল
৪ কোটি গ্রাহকের মাইলফলক ছাড়ালো ‘নগদ’
শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না প্রাইম ইন্স্যুরেন্স

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

করোনায় ‘অথবা ডটকম’র অর্ডার বেড়ে দ্বিগুণ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের জনপ্রিয় ইকমার্স সাইট ‘অথবা ডটকম’ গুণগত মানের পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করেছে। আর এ কারণেই করোনাকালে ই-কমার্স সাইটটির অর্ডার চাহিদা বেড়েছে দ্বিগুণ। রমজান উপলক্ষে ফ্রি ডেলিভারিসহ বিভিন্ন পণ্যে মূল্যছাড় ও একাধিক অফার রয়েছে ক্রেতাদের জন্য।

প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস আদিল খান বলেন, ‘আমাদের অর্ডার অনেক বেড়েছে। করোনার আগে যেটা আমাদের ছিল তার দ্বিগুণ হয়েছে। আমরা চেষ্টা করছি লকডাউনের মধ্যে ও গ্রাহকের কাছে তাদের পণ্য পৌঁছে দিতে। আমাদের যে পণ্যগুলো ওয়্যারহাউজে আছে সেগুলো তো দ্রুত ডেলিভারি দেয়ার চেষ্টা করছি। কিন্তু যে পণ্যগুলো আমাদের ওয়্যারহাউজে নাই, বাইরের সেলারদের তাদের পণ্য কিছুটা দেরি হচ্ছে।

সেলাররা হয়তো তাদের স্টোর ওপেন করতে পারছেন না, পণ্য আনতে পারছেন না বা আমাদের কাছে পৌঁছে দিতে পারছেন না। সেই পণ্যগুলো দিতে একটু দেরি হচ্ছে। এক্ষেত্রে কিছু পণ্যেও অর্ডার ও আমাদের ক্যান্সাল করতে হচ্ছে।’

করোনাকালে মুদি পণ্যেও চাহিদা বেড়েছে উল্লেখ করে তিনি জানান, এই মুহূর্তে আমরা দেখছি গ্রোসারি আইটেমের চাহিদা বেশি। নিত্যপ্রয়োজনীয় জিনিস পণ্যের অর্ডার বেড়েছে। এছাড়া রেগুলার যেগুলো হয়, সাধারণত সেগুলো ও চলছে। ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্যগুলো চলছে। চলতি বছরের মার্চে করোনার প্রাদুর্ভাব বাড়ায় সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়ছে। তিনি বলেন, লকডাউনের আগেও করোনা সেইফটি ইক্যুইপমেন্টের চাহিদা ছিল। তবে মার্চের পরে এপ্রিলে ফের করোনা বাড়লে, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ অন্যান্য সুরক্ষা সামগ্রীর চাহিদা বেড়েছে।

রমজান উপলক্ষে মুদিপণ্যে ৩০ শতাংশ ছাড়, টেল প্লাস্টিকে ২০ শতাংশ ছাড়, ইসলামী বইয়ে ৪০ শতাংশ ছাড়সহ একাধিক মূল্য ছাড়ের অফার রয়েছে অথবা ডটকমে। আসন্ন ঈদে পোশাক ও জুতায়সহ বেশ কিছু পণ্যের ওপর আমাদের ডিসকাউন্ট অফার চলছে। এটা ঈদ পর্যন্ত চলবে। হোম এপ্লায়েন্স থেকে শুরু করে ফার্নিচার, ইলেকট্রনিক্স পণ্যে ও অন্যান্য জিনিসে চলছে। আর রমজান উপলক্ষে আমরা গ্রোসারির উপর একটা ডিস্কাউন্ট দিয়েছিলাম, সেটায় ডিসকাউন্ট চলছে। আর পোশাক, জুতায় আমাদের ভালো অফার চলছে। ঈদ উপলক্ষে পোশাকে আমাদের নতুন অফার আসবে।