৪ জেলায় একদিনে করোনা শনাক্ত ৪৯

কিশোরগঞ্জ ২২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষায় ২০টি পজিটিভ, পুরনো ৭ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ২ জনের নমুনাও পজিটিভ হয়েছে।

আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৫ জন, কটিয়াদী ও বাজিতপুরে ৩ জন করে এবং কুলিয়ারচরে ২ জন। এদিন সুস্থ হয়েছেন ভৈরবে ১৭ জন, সদরে ৮ জন, আর কুলিয়ারচরে ৩ জন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪২৩ জন।

ঝালকাঠি ১২

জেলা বার্তা পরিশেক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বিভাগের পাঠানো করোনাভাইরাসের পরীক্ষায় ১২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার প্রাপ্ত ১২ জনের পজেটিভ রিপোর্টের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৮ জন, নলছিটি উপজেলায় ১ জন ও রাজাপুর উপজেলায় ৩ জন আক্রান্ত রয়েছে। জেলার ৪টি উপজেলা থেকে স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৪৯৬৬ জনের নমুনা পাঠিয়েছে তাদের মধ্যে ১১৪৬ জন পজিটিভ ও ৩৭৮৬ জন নিগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮৬৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ৪ জন হাসপাতাল ও ২৫২ জন হোম আইসোলেয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

সোনারগাঁ ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১১ জন। ৩০ জনকে পরীক্ষার করা হয়। সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে রয়েছেন সোনারগাঁও পৌরসভা, পিরোজপুর, সাদীপুর ও শম্ভূপুরা ইউপির প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১১১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৬ এবং সুস্থ হয়েছেন ৯২৮ জন।

নবাবগঞ্জ ৪

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯২৮ জন। মোট সুস্থ হয়েছে ৭৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৯ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৪ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

৪ জেলায় একদিনে করোনা শনাক্ত ৪৯

কিশোরগঞ্জ ২২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের দু’টি ল্যাবে নতুন ২২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৮ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৫১টি নমুনা পরীক্ষায় ২০টি পজিটিভ, পুরনো ৭ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ২ জনের নমুনাও পজিটিভ হয়েছে।

আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ২টি পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৯ জন, ভৈরবে ৫ জন, কটিয়াদী ও বাজিতপুরে ৩ জন করে এবং কুলিয়ারচরে ২ জন। এদিন সুস্থ হয়েছেন ভৈরবে ১৭ জন, সদরে ৮ জন, আর কুলিয়ারচরে ৩ জন। মঙ্গলবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৪২৩ জন।

ঝালকাঠি ১২

জেলা বার্তা পরিশেক, ঝালকাঠি

ঝালকাঠিতে গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য বিভাগের পাঠানো করোনাভাইরাসের পরীক্ষায় ১২ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার প্রাপ্ত ১২ জনের পজেটিভ রিপোর্টের মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৮ জন, নলছিটি উপজেলায় ১ জন ও রাজাপুর উপজেলায় ৩ জন আক্রান্ত রয়েছে। জেলার ৪টি উপজেলা থেকে স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৪৯৬৬ জনের নমুনা পাঠিয়েছে তাদের মধ্যে ১১৪৬ জন পজিটিভ ও ৩৭৮৬ জন নিগেটিভ রিপোর্ট পাওয়া গেছে। ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৮৬৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ৪ জন হাসপাতাল ও ২৫২ জন হোম আইসোলেয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

সোনারগাঁ ১১

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরো ১১ জন। ৩০ জনকে পরীক্ষার করা হয়। সোনারগাঁ উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য জানান। আক্রান্তদের মধ্যে রয়েছেন সোনারগাঁও পৌরসভা, পিরোজপুর, সাদীপুর ও শম্ভূপুরা ইউপির প্রাপ্তবয়স্ক নারী-পুরুষ। করোনাভাইরাসে সোনারগাঁয়ে এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১১১১ জনে। মৃত্যুবরণ করেছেন ৩৬ এবং সুস্থ হয়েছেন ৯২৮ জন।

নবাবগঞ্জ ৪

প্রতিনিধি, নবাবগঞ্জ (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯২৮ জন। মোট সুস্থ হয়েছে ৭৯৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। মঙ্গলবার রাতে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৯ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৪ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তের স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।