বয়সের কারণে মিস ইউনিভার্স থেকে বাদ মিথিলা

বাংলাদেশের যে কোন প্রতিযোগিতাই নানা কারণে বারবার বিতর্কের মুখে পড়ছে। এবারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতা নিয়েও তাই হলো। প্রতিযোগিতার সেরা হয়েছেন তানজিয়া জামান মিথিলা। তার মাথায় বিজয়ীর মুকুট উঠতেই শুরু হয় সমালোচনার ঝড়। তিনি প্রতিযোগিতার নিয়ম ভেঙে বয়স লুকিয়েছেন (বয়স কমিয়ে দেখিয়েছেন) বলে গুঞ্জন উঠে। অবশেষে সেই বয়সের কারণেই তাকে বাদ দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নামও। ভোট দেয়ারও সুযোগ ছিল। কিন্তু ১৯ এপ্রিল মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেল, সরিয়ে দেয়া হয়েছে মিথিলাকে।

এদিকে মূল আয়োজনের ওয়েবসাইট থেকে মিথিলার প্রোফাইল সরিয়ে দেয়া প্রসঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে তারা প্রস্তুতি শেষ করতে পারিনি।

তাই এবারের আসরে তারা অংশ নিতে পারছে না।

মিথিলা করোনার কারণে আবেদনই করতেই পারেনি। কিন্তু এই বক্তব্যটির সত্য মিথ্যা নিয়ে উঠেছে তুমুল বিতর্ক। তার মূলে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু স্ক্রিনশট। এর একটি বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ নামের অনলাইন ম্যাগাজিনের, আরেকটি ‘মিস ইউনিভার্স আপডেট’ নামের একটি গ্রুপের এবং অন্যটি ‘পেজেন্ট ফেনাটিক’ নামের একটি পেজের।

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

বয়সের কারণে মিস ইউনিভার্স থেকে বাদ মিথিলা

বিনোদন প্রতিবেদক |

image

বাংলাদেশের যে কোন প্রতিযোগিতাই নানা কারণে বারবার বিতর্কের মুখে পড়ছে। এবারে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতা নিয়েও তাই হলো। প্রতিযোগিতার সেরা হয়েছেন তানজিয়া জামান মিথিলা। তার মাথায় বিজয়ীর মুকুট উঠতেই শুরু হয় সমালোচনার ঝড়। তিনি প্রতিযোগিতার নিয়ম ভেঙে বয়স লুকিয়েছেন (বয়স কমিয়ে দেখিয়েছেন) বলে গুঞ্জন উঠে। অবশেষে সেই বয়সের কারণেই তাকে বাদ দিয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলা। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নামও। ভোট দেয়ারও সুযোগ ছিল। কিন্তু ১৯ এপ্রিল মিস ইউনিভার্সের ওয়েবসাইট ঘুরে কোথাও মিথিলার নাম খুঁজে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেল, সরিয়ে দেয়া হয়েছে মিথিলাকে।

এদিকে মূল আয়োজনের ওয়েবসাইট থেকে মিথিলার প্রোফাইল সরিয়ে দেয়া প্রসঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে তারা প্রস্তুতি শেষ করতে পারিনি।

তাই এবারের আসরে তারা অংশ নিতে পারছে না।

মিথিলা করোনার কারণে আবেদনই করতেই পারেনি। কিন্তু এই বক্তব্যটির সত্য মিথ্যা নিয়ে উঠেছে তুমুল বিতর্ক। তার মূলে রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু স্ক্রিনশট। এর একটি বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ নামের অনলাইন ম্যাগাজিনের, আরেকটি ‘মিস ইউনিভার্স আপডেট’ নামের একটি গ্রুপের এবং অন্যটি ‘পেজেন্ট ফেনাটিক’ নামের একটি পেজের।