চট্টগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি চাল আড়তে

ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর জেটি খাদ্য অফিস থেকে নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে যাওয়ার কথা ভারত থেকে খাদ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত চালের ট্রাক। কিন্তু সেখানে না গিয়ে ঢুকে পড়েছে চট্টগ্রামের পাহাড়তলী চাল বাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্সের মালিক আবদুল বাহারের গোডাউনে। সরকারি এসব চাল সাধারণ বস্তায় ভরে খোলাবাজারে বিক্রি করা হয়। সবচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি ব্যবসায়ী বাহার মিয়ার। গতকাল রাত ১টায় তাকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি চালসহ আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, এই চালের বাহক সবুজ অ্যান্ড ব্রাদার্স। চাল পাঠানোর স্বাক্ষর রয়েছে চট্টগ্রাম জেটি খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক এস.এম নূরউদ্দিনের। আবদুল বাহার মিয়া বাহক সবুজ অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে ২৬০ বস্তার চাল প্রতিকেজি ৪০ টাকা করে কিনেছেন। বাকি চাল বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। খোকন নামের একব্যক্তি বন্দর থেকে ২৬০ বস্তার চালের চালান বের করে দেন বলে জানান আবদুল বাহার মিয়া। গতকাল দুপুরে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বন্দর বিভাগের উপ-কমিশনার ফারুল উল হক জানান, গোপন খবরের ভিত্তিতে ডিবি এসি (বন্দর) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ট্রাকের ২৬০ বস্তা এবং গোডাউনের ভেতরে থাকা ১ হাজার ১৪০ বস্তাসহ সর্বমোট ১৪শ বস্তা সরকারি আমদানিকৃত চাল উদ্ধার করা হয়। যার ওজন ৭০ হাজার কেজি। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।

বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১ , ৯ বৈশাখ ১৪২৮ ৯ রমজান ১৪৪২

চট্টগ্রামে খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি চাল আড়তে

ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বন্দর জেটি খাদ্য অফিস থেকে নোয়াখালীর চরভাটা এলএসডি গোডাউনে যাওয়ার কথা ভারত থেকে খাদ্য মন্ত্রণালয়ের আমদানিকৃত চালের ট্রাক। কিন্তু সেখানে না গিয়ে ঢুকে পড়েছে চট্টগ্রামের পাহাড়তলী চাল বাজারের আড়তদার মেসার্স মাহী ট্রেডার্সের মালিক আবদুল বাহারের গোডাউনে। সরকারি এসব চাল সাধারণ বস্তায় ভরে খোলাবাজারে বিক্রি করা হয়। সবচেষ্টার পরও শেষ রক্ষা হয়নি ব্যবসায়ী বাহার মিয়ার। গতকাল রাত ১টায় তাকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৭০ হাজার কেজি চালসহ আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জানা গেছে, এই চালের বাহক সবুজ অ্যান্ড ব্রাদার্স। চাল পাঠানোর স্বাক্ষর রয়েছে চট্টগ্রাম জেটি খাদ্য অফিসের সহকারী নিয়ন্ত্রক এস.এম নূরউদ্দিনের। আবদুল বাহার মিয়া বাহক সবুজ অ্যান্ড ব্রাদার্সের কাছ থেকে ২৬০ বস্তার চাল প্রতিকেজি ৪০ টাকা করে কিনেছেন। বাকি চাল বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে এসেছে। খোকন নামের একব্যক্তি বন্দর থেকে ২৬০ বস্তার চালের চালান বের করে দেন বলে জানান আবদুল বাহার মিয়া। গতকাল দুপুরে মহানগর গোয়েন্দা (বন্দর) পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বন্দর বিভাগের উপ-কমিশনার ফারুল উল হক জানান, গোপন খবরের ভিত্তিতে ডিবি এসি (বন্দর) মো. ইয়াসির আরাফাতের নেতৃত্বে অভিযান চালিয়ে একটি ট্রাকের ২৬০ বস্তা এবং গোডাউনের ভেতরে থাকা ১ হাজার ১৪০ বস্তাসহ সর্বমোট ১৪শ বস্তা সরকারি আমদানিকৃত চাল উদ্ধার করা হয়। যার ওজন ৭০ হাজার কেজি। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।