লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ৯৮ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’ ২১) মুনাফা ৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৪৪ টাকা বা ৯৮ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৫২ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫১ কোটি ৩০ লাখ টাকার বা ৯৮ শতাংশ।

ব্যবসায় উন্নয়নের বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা বলেন, ‘উদ্ভাবন ও টেকসই ব্যবসায় সুনির্দিষ্ট আলোকপাতের মাধ্যমে ধারাবাহিকভাবে ফলাফল অর্জন করতে আমরা সমর্থ হয়েছি।

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ , ১০ বৈশাখ ১৪২৮ ১০ রমজান ১৪৪২

লাফার্জহোলসিমের মুনাফা বেড়েছে ৯৮ শতাংশ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

শেয়ারবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’ ২১) মুনাফা ৯৮ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৮৯ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ০.৪৫ টাকা। এ হিসাবে কোম্পানিটির ইপিএস ০.৪৪ টাকা বা ৯৮ শতাংশ বেড়েছে। এদিকে কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট মুনাফা হয়েছে ১০৩ কোটি ৫০ লাখ টাকার। যার পরিমাণ আগের বছরের একইসময়ে হয়েছিল ৫২ কোটি ২০ লাখ টাকা। এ হিসেবে মুনাফা বেড়েছে ৫১ কোটি ৩০ লাখ টাকার বা ৯৮ শতাংশ।

ব্যবসায় উন্নয়নের বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজেশ সুরানা বলেন, ‘উদ্ভাবন ও টেকসই ব্যবসায় সুনির্দিষ্ট আলোকপাতের মাধ্যমে ধারাবাহিকভাবে ফলাফল অর্জন করতে আমরা সমর্থ হয়েছি।