ডাসার চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

মাদারীপুর জেলার ডাসার থানার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিস্তার করা, কাজ না করে এল.জি.এস.পি-৩ প্রকল্পের সরকারী অর্থ লোপাট করা, বিনা মূল্যের সরকারী গভীর নলকূপ বিক্রি করা, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চালের কার্ডধারীদের না দিয়ে কালো বাজারে বিক্রি করাসহ গ্রামবাসীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ভুক্তভোগীরা। গতকাল সকালে কমলাপুর বাজারে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। ভুক্তভোগী ইউনুস সরদার, জসিম কাজি, গোলাম মোল্লাসহ ১০-১২ জন গ্রামবাসী জানায় ‘কাজী সবুজ সরকারী যে অর্থ লোপাট করেছে তা তার নিজ ও স্ত্রীর ব্যাংক একাউন্টে আছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।’ আরও অভিযোগ করেন, গত দশ বছরে সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন সেটিও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ডাসার ইউপি চেয়ারম্যান কাজী সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সামনে আমার নির্বাচন। এই সময়ে অনেকে মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ , ১০ বৈশাখ ১৪২৮ ১০ রমজান ১৪৪২

ডাসার চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

জেলা বার্তা পরিবেশক, মাদারীপুর

মাদারীপুর জেলার ডাসার থানার ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী সবুজের বিরুদ্ধে এলাকায় মাদকদ্রব্য বিস্তার করা, কাজ না করে এল.জি.এস.পি-৩ প্রকল্পের সরকারী অর্থ লোপাট করা, বিনা মূল্যের সরকারী গভীর নলকূপ বিক্রি করা, দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চালের কার্ডধারীদের না দিয়ে কালো বাজারে বিক্রি করাসহ গ্রামবাসীদের শারীরিক ও মানসিক হেনস্তা করার অভিযোগে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে ভুক্তভোগীরা। গতকাল সকালে কমলাপুর বাজারে উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এসব অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছে বিক্ষোভকারীরা। ভুক্তভোগী ইউনুস সরদার, জসিম কাজি, গোলাম মোল্লাসহ ১০-১২ জন গ্রামবাসী জানায় ‘কাজী সবুজ সরকারী যে অর্থ লোপাট করেছে তা তার নিজ ও স্ত্রীর ব্যাংক একাউন্টে আছে। যা তদন্ত করলেই বেরিয়ে আসবে।’ আরও অভিযোগ করেন, গত দশ বছরে সে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত করেছেন সেটিও তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক বলে দাবি করেন বিক্ষোভকারীরা।

এ ব্যাপারে ডাসার ইউপি চেয়ারম্যান কাজী সবুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, সামনে আমার নির্বাচন। এই সময়ে অনেকে মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে দিয়ে আমাকে হেয় করার চেষ্টা করছে। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।