নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উপহার পেল ৬০০ পরিবার

করোনা পরিস্থিতিতে শুভেচ্ছা উপহার হিসেবে অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুই দফায় ৬০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দফায় ৩০০ জনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণের প্যাকেট তুলে দেন ডিসি মোস্তাইন বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, শামীম বেপারী, তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘কোভিডের মধ্যে রমজান মাস পালন যাতে একটু সহজ হয় সেজন্য আপনাদের হাতে এই শুভেচ্ছা উপহার। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনারা কোভিড ও লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। আপনারা সবাই সুস্থ থাকুন এটিই আমাদের প্রত্যাশা।’ এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফায় আরও ৩০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ , ১০ বৈশাখ ১৪২৮ ১০ রমজান ১৪৪২

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উপহার পেল ৬০০ পরিবার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

image

নারায়ণগঞ্জ : স্বাস্থ্যবিধি মেনে অসহায় ছয়শ’ পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ -সংবাদ

করোনা পরিস্থিতিতে শুভেচ্ছা উপহার হিসেবে অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে দুই দফায় ৬০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় দফায় ৩০০ জনকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণের প্যাকেট তুলে দেন ডিসি মোস্তাইন বিল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মনিরুজ্জামান বকাউল, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, শামীম বেপারী, তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা প্রমুখ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘কোভিডের মধ্যে রমজান মাস পালন যাতে একটু সহজ হয় সেজন্য আপনাদের হাতে এই শুভেচ্ছা উপহার। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আপনারা কোভিড ও লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন। আপনারা সবাই সুস্থ থাকুন এটিই আমাদের প্রত্যাশা।’ এর আগে গত ১৯ এপ্রিল প্রথম দফায় আরও ৩০০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।