চার জেলায় করোনায় মৃত্যু ৩ শনাক্ত ২৪

টুঙ্গিপাড়ায় মৃত্যু ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় করোনাভাইরাসে মোট ৬ জনের মৃত্যু হলো। গত বুধবার রাতে উপজেলার গওহরডাঙ্গা পূর্বপাড়া গ্রামের হাসেম শিকদার (৮২) ও বৃহস্পতিবার বেলা ১২টায় বিল্লাল শেখ (৫৫) সহ মোট দুই জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

ডা. জসিম উদ্দিন জানান, মৃত হাসেম শিকদার গত কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। বুধবার (২১ এপ্রিল) বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিলে সদর উপজেলার ঘোনাপাড়া নামকস্থানে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ গওহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বিল্লাল শেখ (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরেরদিন তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গৌরনদীতে মৃত্যু ১ আক্রান্ত ৩

গৌরনদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ তিনজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয় গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের আব্দুল লতিফ নামের এক ব্যক্তি। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মঙ্গলবার বিকেলে আব্দুল লতিফের করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ও সিএইচসিপিসহ তিনজন নারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ভালুকায় শনাক্ত ৬

গত ২৪ ঘণ্টায় শিল্পাঞ্চলসহ ভালুকার বিভিন্ন এলাকায় ৬ জনের কোভিড ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত ২১ এপ্রিল বুধবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন করোনা সংক্রমণ রোধে বুধবার ভালুকার বিভিন্ন এলাকায় রিক্সা চালক, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ ও সকলকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকার অনুরোধ করেন।

কিশোরগঞ্জে শনাক্ত ১৫

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৯ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষায় ১৪টি পজিটিভ, পুরনো ৪ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা দু’জনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৫ জন, পাকুন্দিয়ায় ৩ জন, হোসেনপুর ও ভৈরবে ২ জন করে, আর নিকলী ও কুলিয়ারচরে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ১৫ জন, বাজিতপুরে ৯ জন আর ভৈরবে ৫ জন। ফলে এদিন জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৪০৯ জন।

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ , ১০ বৈশাখ ১৪২৮ ১০ রমজান ১৪৪২

চার জেলায় করোনায় মৃত্যু ৩ শনাক্ত ২৪

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ, প্রতিনিধি, গৌরনদী (বরিশাল), ভালুকা (ময়মনসিংহ), জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

টুঙ্গিপাড়ায় মৃত্যু ২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনায় আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টুঙ্গিপাড়া উপজেলায় করোনাভাইরাসে মোট ৬ জনের মৃত্যু হলো। গত বুধবার রাতে উপজেলার গওহরডাঙ্গা পূর্বপাড়া গ্রামের হাসেম শিকদার (৮২) ও বৃহস্পতিবার বেলা ১২টায় বিল্লাল শেখ (৫৫) সহ মোট দুই জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন।

ডা. জসিম উদ্দিন জানান, মৃত হাসেম শিকদার গত কয়েকদিন যাবত অসুস্থ ছিলেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়। বুধবার (২১ এপ্রিল) বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশে রওনা দিলে সদর উপজেলার ঘোনাপাড়া নামকস্থানে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ গওহরডাঙ্গা মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বিল্লাল শেখ (৫৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ১৭ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরেরদিন তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকে তিনি গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গৌরনদীতে মৃত্যু ১ আক্রান্ত ৩

গৌরনদী উপজেলায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ তিনজন নারী করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ এপ্রিল করোনার উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি হয় গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের আব্দুল লতিফ নামের এক ব্যক্তি। ওইদিনই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত মঙ্গলবার বিকেলে আব্দুল লতিফের করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্স ও সিএইচসিপিসহ তিনজন নারী নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ভালুকায় শনাক্ত ৬

গত ২৪ ঘণ্টায় শিল্পাঞ্চলসহ ভালুকার বিভিন্ন এলাকায় ৬ জনের কোভিড ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত ২১ এপ্রিল বুধবার জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন করোনা সংক্রমণ রোধে বুধবার ভালুকার বিভিন্ন এলাকায় রিক্সা চালক, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ ও সকলকে বিশেষ প্রয়োজন ছাড়া ঘরে থাকার অনুরোধ করেন।

কিশোরগঞ্জে শনাক্ত ১৫

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২৯ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ১২৯টি নমুনা পরীক্ষায় ১৪টি পজিটিভ, পুরনো ৪ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৭৮টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা দু’জনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৫ জন, পাকুন্দিয়ায় ৩ জন, হোসেনপুর ও ভৈরবে ২ জন করে, আর নিকলী ও কুলিয়ারচরে একজন করে। সুস্থ হয়েছেন সদরে ১৫ জন, বাজিতপুরে ৯ জন আর ভৈরবে ৫ জন। ফলে এদিন জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন ৪০৯ জন।