বয়স নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকেও হয়রানি করা হচ্ছে

আপিল বিভাগ

বয়সের হেরফের নিয়ে অনেক ক্ষেত্রে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হওয়া নিয়ে মামলার শুনানিকালে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয়া ঠিক হবে না। আমার সঙ্গে ৯ বছরের একটি ছেলে যুদ্ধে যুক্ত ছিল। সে আমাদের খাবার এনে দিতো। তার মা রান্না করে ছেলেকে দিয়ে আমাদের বাংকারে খাবার পাঠাতেন। বয়সের একটি গ-গোল পাকিয়ে সব মুক্তিযোদ্ধাকে হয়রানি করা হচ্ছে।’

বিচারপতি মো. নুরুজ্জামান আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১১ বছর বয়সী কেরানীগঞ্জের লালুকে কোলে নিয়ে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। কারণ সে একাই পাক বাহিনীর অনেককে মেরেছে। বয়স নিয়ে ৬০-৭০ বছরের প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ বিষয়ে অমুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি করা হয়েছে।’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বয়স দেয়ার (নির্ধারণ) ক্ষেত্রে এটা ভুল। সর্বশেষ লিস্টটাও যে সঠিক তাও এখন বলা যাবে না। কারণ এখানেও তো কিছু আবার ভুল বের হতে পারে। কোন কিছুই নির্ভুল না।’ এ সময় বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, ‘১১ বছরের লালুকে বীর উত্তম খেতাব দিয়েছেন বঙ্গবন্ধু। সেটা কী করবেন? অমুক্তিযোদ্ধাদের দিয়ে যাচাই-বাছাই কমিটি করা হচ্ছে।’

এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ‘এখানে বললে পত্রিকায় রিপোর্ট হয়ে যায়। জুমে সাংবাদিকরা থাকেন।’ তখন প্রধান বিচারপতিও বলেন, ‘হ্যাঁ, সেদিন কী নিয়ে কথা বললাম। দেখলাম রিপোর্ট হয়ে গেছে।’

আরও খবর
কার্বন নিঃসরণ কমাতে কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর
হাওরে ধানকাটায় শ্রমিক সংকট নেই : কৃষিমন্ত্রী
মেট্রোরেল নির্মাণ কাজের অগ্রগতি ৬১.৪৯ শতাংশ
দিয়াবাড়ি ডিপোর রেলওয়ে ট্র্যাকে বসানো হলো প্রথম মেট্রোরেল কোচ
হাইকমিশনার
ষষ্ঠ দফায়ও সহিংসতায় ভোট
এ বছর বোরো উৎপাদন বাড়বে ১০ লাখ মে.টন
বঙ্গবন্ধু মেডিকেলে জেনোম সিকোয়েন্সি চালুর নির্দেশ
বাঁশখালীতে বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় আরও ২ শ্রমিকের মৃত্যু
‘কয়দিন আর বাইচা থাকতে পারমু’ প্রশ্ন ভ্যানচালক রফিকুলের
ইলিয়াস ইস্যুতে ব্যাখ্যা চেয়েছে বিএনপি
নাশকতার উদ্দেশ্যে পুরনো ভিডিও প্রচারকারীরা শনাক্ত
আহত ৪৫ শতাংশ শ্রমিক এখনও বেকার

শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১ , ১০ বৈশাখ ১৪২৮ ১০ রমজান ১৪৪২

বয়স নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাকেও হয়রানি করা হচ্ছে

আপিল বিভাগ

নিজস্ব বার্তা পরিবেশক |

বয়সের হেরফের নিয়ে অনেক ক্ষেত্রে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে বলে মন্তব্য করেছে আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই মন্তব্য করেন।

মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ হওয়া নিয়ে মামলার শুনানিকালে আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয়া ঠিক হবে না। আমার সঙ্গে ৯ বছরের একটি ছেলে যুদ্ধে যুক্ত ছিল। সে আমাদের খাবার এনে দিতো। তার মা রান্না করে ছেলেকে দিয়ে আমাদের বাংকারে খাবার পাঠাতেন। বয়সের একটি গ-গোল পাকিয়ে সব মুক্তিযোদ্ধাকে হয়রানি করা হচ্ছে।’

বিচারপতি মো. নুরুজ্জামান আরও বলেন, ‘বঙ্গবন্ধু ১১ বছর বয়সী কেরানীগঞ্জের লালুকে কোলে নিয়ে বীর উত্তম খেতাব দিয়েছিলেন। কারণ সে একাই পাক বাহিনীর অনেককে মেরেছে। বয়স নিয়ে ৬০-৭০ বছরের প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানি করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ বিষয়ে অমুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি করা হয়েছে।’

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘বয়স দেয়ার (নির্ধারণ) ক্ষেত্রে এটা ভুল। সর্বশেষ লিস্টটাও যে সঠিক তাও এখন বলা যাবে না। কারণ এখানেও তো কিছু আবার ভুল বের হতে পারে। কোন কিছুই নির্ভুল না।’ এ সময় বিচারপতি মো. নুরুজ্জামান বলেন, ‘১১ বছরের লালুকে বীর উত্তম খেতাব দিয়েছেন বঙ্গবন্ধু। সেটা কী করবেন? অমুক্তিযোদ্ধাদের দিয়ে যাচাই-বাছাই কমিটি করা হচ্ছে।’

এ সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ বলেন, ‘এখানে বললে পত্রিকায় রিপোর্ট হয়ে যায়। জুমে সাংবাদিকরা থাকেন।’ তখন প্রধান বিচারপতিও বলেন, ‘হ্যাঁ, সেদিন কী নিয়ে কথা বললাম। দেখলাম রিপোর্ট হয়ে গেছে।’