সেন্সরে ইমন-মম’র ‘আগামীকাল’

চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম প্রথমবার জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করেছেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবির নাম ‘আগামীকাল’। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্পপ্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে সব কাজ শেষে এটি এখন সেন্সর সনদের অপেক্ষায় আছে। সেন্সর সনদ পাওয়ার পর মুক্তির তারিখ চূড়ান্ত করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক।’ মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে ত্রিভুজ প্রেমের বিষয় রয়েছে এখানে। আশা করছি এটি সবার ভালো লাগবে।’

অন্যদিকে একই পরিচালকের ‘কানামাছি’ নামের নতুন একটি ছবিতেও অভিনয় করেছেন ইমন। সিনেমার গল্পে দেখা যাবে, ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা শিক্ষার্থী। অন্যদিকে মম অনাথ এবং গরিব ঘরের সন্তান। অন্যের বাড়িতে আশ্রিতা। গল্পে মম’র সঙ্গে ইমনের দেখা হয় ঘটনাক্রমে। পরিচয় থেকে প্রেম হয় তাদের মধ্যে। কিন্তু মম’র আশ্রয়দানকারী মা তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এ নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হলে আশ্রয়দানকারীর মেয়ে কৌশলে ইমনকে হত্যা করিয়ে মমকে আসামি বানায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ , ১১ বৈশাখ ১৪২৮ ১১ রমজান ১৪৪২

সেন্সরে ইমন-মম’র ‘আগামীকাল’

বিনোদন প্রতিবেদক |

image

চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও জাকিয়া বারী মম প্রথমবার জুটি বেঁধে একটি ছবিতে অভিনয় করেছেন। থ্রিলার ও প্রেমের গল্প নিয়ে নির্মিত এ ছবির নাম ‘আগামীকাল’। এটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। এতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘গল্পপ্রধান এ ছবিতে অভিনয় করে ভালো লেগেছে সব কাজ শেষে এটি এখন সেন্সর সনদের অপেক্ষায় আছে। সেন্সর সনদ পাওয়ার পর মুক্তির তারিখ চূড়ান্ত করবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পরিচালক।’ মম বলেন, ‘দীর্ঘদিন পর ভালো একটি চরিত্র পেয়েছি। থ্রিলারধর্মী গল্পের সঙ্গে ত্রিভুজ প্রেমের বিষয় রয়েছে এখানে। আশা করছি এটি সবার ভালো লাগবে।’

অন্যদিকে একই পরিচালকের ‘কানামাছি’ নামের নতুন একটি ছবিতেও অভিনয় করেছেন ইমন। সিনেমার গল্পে দেখা যাবে, ইমন মেডিকেল থেকে সদ্য এমবিবিএস পাশ করা শিক্ষার্থী। অন্যদিকে মম অনাথ এবং গরিব ঘরের সন্তান। অন্যের বাড়িতে আশ্রিতা। গল্পে মম’র সঙ্গে ইমনের দেখা হয় ঘটনাক্রমে। পরিচয় থেকে প্রেম হয় তাদের মধ্যে। কিন্তু মম’র আশ্রয়দানকারী মা তার নিজের মেয়ের বিয়ে ঠিক করেন ইমনের সঙ্গে। এ নিয়ে এক জটিল পরিস্থিতির সৃষ্টি হলে আশ্রয়দানকারীর মেয়ে কৌশলে ইমনকে হত্যা করিয়ে মমকে আসামি বানায়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।