একসঙ্গে নোলকের দুটি দেশাত্মবোধক গান

নোলক বাবু মাঝে কিছুটা সময় গানে অনিয়মিত হলেও এখন তিনি গানে পুরোপুরি নিয়মিত। এ লকডাউনের দিনগুলোতেও বসে নেই নোলক। এরই মধ্যে দুটি দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি। একটি ‘বাংলায় ভালোবাসি’, অন্যটি ‘বাংলা আমার মা’। ‘বাংলায় ভালোবাসি’ এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ‘বাংলা আমার মা’ গানটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানালেন নোলক। এছাড়াও ‘প্রেমের কারিগর’ ও ‘কোনটা আমার বসত বাড়ি’ শিরোনামের তার দুটি গানের কাজ শেষ হয়ে আছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ। সবগুলো গান লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সঙ্গীতায়োজন করেছে ওয়াহীদ শাহীন। গত দশ রমজানে ইউটিউবে প্রকাশিত হলো নোলকের গাওয়া ইসরাশিক গান ‘ইয়া নবী মুহাম্মদ’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বপন আহসান।

নতুন নতুন গান প্রসঙ্গে নোলক বলেন, ‘অবশ্যই ধন্যবাদ দিতে চাই শেখ নজরুল ভাইকে আমাকে এতোগুলো নতুন গান গাওয়ার সুযোগ করে দেবার জন্য। ফিদেল নাইম চমৎকার সুর করেছেন। প্রত্যেকটি গান গেয়ে আমি তৃপ্ত। আমার বিশ^াস সবগুলো গানই শ্রোতা দর্শকের ভালোলাগবে।’

শনিবার, ২৪ এপ্রিল ২০২১ , ১১ বৈশাখ ১৪২৮ ১১ রমজান ১৪৪২

একসঙ্গে নোলকের দুটি দেশাত্মবোধক গান

বিনোদন প্রতিবেদক |

image

নোলক বাবু মাঝে কিছুটা সময় গানে অনিয়মিত হলেও এখন তিনি গানে পুরোপুরি নিয়মিত। এ লকডাউনের দিনগুলোতেও বসে নেই নোলক। এরই মধ্যে দুটি দেশাত্মবোধক গান গেয়েছেন তিনি। একটি ‘বাংলায় ভালোবাসি’, অন্যটি ‘বাংলা আমার মা’। ‘বাংলায় ভালোবাসি’ এরই মধ্যে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। ‘বাংলা আমার মা’ গানটি শিগগিরই প্রকাশ পাবে বলে জানালেন নোলক। এছাড়াও ‘প্রেমের কারিগর’ ও ‘কোনটা আমার বসত বাড়ি’ শিরোনামের তার দুটি গানের কাজ শেষ হয়ে আছে। মিউজিক ভিডিও নির্মাণের কাজও শেষ। সবগুলো গান লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম, সঙ্গীতায়োজন করেছে ওয়াহীদ শাহীন। গত দশ রমজানে ইউটিউবে প্রকাশিত হলো নোলকের গাওয়া ইসরাশিক গান ‘ইয়া নবী মুহাম্মদ’। গানটি লিখেছেন ও সুর করেছেন স্বপন আহসান।

নতুন নতুন গান প্রসঙ্গে নোলক বলেন, ‘অবশ্যই ধন্যবাদ দিতে চাই শেখ নজরুল ভাইকে আমাকে এতোগুলো নতুন গান গাওয়ার সুযোগ করে দেবার জন্য। ফিদেল নাইম চমৎকার সুর করেছেন। প্রত্যেকটি গান গেয়ে আমি তৃপ্ত। আমার বিশ^াস সবগুলো গানই শ্রোতা দর্শকের ভালোলাগবে।’