একক নাটক দিয়ে ফিরলেন আজিজুল হাকিম

করোনায় গুরুতর অসুস্থ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তবে চিকিৎসা শেষে এখন তিনি সুস্থ। চিকিৎসকের পরামর্শ মেনে অল্প স্বল্প কাজ করছেন কয়েক মাস ধরে। ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করলেও একখ-ের নাটকে তাকে অনেকদিন দেখা যায়নি। সেই বিরতিও কাটালেন সম্প্রতি। আগামী ঈদের জন্য একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। নাম ‘মুখাবরণ’। লিটু করিমের পরিচালনায় লকডাউনের আগেই নাটকটির শুটিং হয়েছে ফরিদপুরের একটি লোকেশনে। এতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অসুস্থতার পর তো দীর্ঘসময় অভিনয় বন্ধ রেখেছিলাম। কিছুদিন আগে থেকে আবারও কাজ শুরু করেছি। মাঝে মধ্যে ধারাবাহিক নাটকের অভিনয়ে সময় দিচ্ছি। তবে খণ্ড নাটকে অনেকদিন কাজ করা হয়নি। সামনে আরও তিনটি ঈদ নাটকে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। লকডাউন শেষ হলেই সেগুলোর শুটিং শুরু হবে।’ এদিকে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং তুষার খানের পরিচালনায় ‘কমলাপুরের বিজলী’ নামের দুটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ , ১২ বৈশাখ ১৪২৮ ১২ রমজান ১৪৪২

একক নাটক দিয়ে ফিরলেন আজিজুল হাকিম

বিনোদন প্রতিবেদক |

image

করোনায় গুরুতর অসুস্থ হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তবে চিকিৎসা শেষে এখন তিনি সুস্থ। চিকিৎসকের পরামর্শ মেনে অল্প স্বল্প কাজ করছেন কয়েক মাস ধরে। ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করলেও একখ-ের নাটকে তাকে অনেকদিন দেখা যায়নি। সেই বিরতিও কাটালেন সম্প্রতি। আগামী ঈদের জন্য একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। নাম ‘মুখাবরণ’। লিটু করিমের পরিচালনায় লকডাউনের আগেই নাটকটির শুটিং হয়েছে ফরিদপুরের একটি লোকেশনে। এতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘অসুস্থতার পর তো দীর্ঘসময় অভিনয় বন্ধ রেখেছিলাম। কিছুদিন আগে থেকে আবারও কাজ শুরু করেছি। মাঝে মধ্যে ধারাবাহিক নাটকের অভিনয়ে সময় দিচ্ছি। তবে খণ্ড নাটকে অনেকদিন কাজ করা হয়নি। সামনে আরও তিনটি ঈদ নাটকে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। লকডাউন শেষ হলেই সেগুলোর শুটিং শুরু হবে।’ এদিকে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং তুষার খানের পরিচালনায় ‘কমলাপুরের বিজলী’ নামের দুটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।