সংক্রমণ হার নিচে নামলেও মৃত্যু এখনও আশঙ্কাজনক পর্যায়ে

সংক্রমণ ও শনাক্তের হার নিচে নামলেও মৃত্যু এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। করোনায় গত একদিনে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হলো ১০ হাজার ৯৫২ জনের। গত একদিনে দুই হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪২ হাজার ৪০০ জনে।

গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে পুরুষ ৫৮ ও নারী ২৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৫০টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৮৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৫৬ জন রয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যু হওয়া ৮৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় পাঁচজন, বরিশালে চারজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে বাসিন্দা ছিলেন তিনজন।

image
আরও খবর
রাশিয়ার ‘স্পুটনিক’ চীনের ‘সিনোভ্যাক ও সিনোফার্ম’ টিকা ব্যবহারের উদ্যোগ বাংলাদেশের
টাকা নেয়ার পর টিকা আটকানোর অধিকার সেরামের নেই
আজ খুলছে দোকানপাট মুভমেন্ট পাস নেয়ার অনুরোধ
বরিশালে ডায়রিয়া মহামারী রূপ নিচ্ছে
ক্যান্ডির ব্যাটিং পিচে টাইগার বোলারদের হতাশার দিন
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ২১ লাখ মানুষ
সিন্ডিকেট, বিত্তবৈভব, রাজনৈতিক উদ্দেশ্য : হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদ, পুলিশের ভাষ্য
হেফাজতকে জঙ্গি সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি ৫৫১ আলেমের
‘আল্লাহ আমাকে নিয়ে যান তবু আমার ছেলে ও বউয়ের প্রাণভিক্ষা দেন’
বেঁচে যাওয়ারা ভয়-আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ , ১২ বৈশাখ ১৪২৮ ১২ রমজান ১৪৪২

সংক্রমণ হার নিচে নামলেও মৃত্যু এখনও আশঙ্কাজনক পর্যায়ে

নিজস্ব বার্তা পরিবেশক

image

সংক্রমণ ও শনাক্তের হার নিচে নামলেও মৃত্যু এখনও আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। করোনায় গত একদিনে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হলো ১০ হাজার ৯৫২ জনের। গত একদিনে দুই হাজার ৬৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪২ হাজার ৪০০ জনে।

গত একদিনে মৃত্যু হওয়া লোকজনের মধ্যে পুরুষ ৫৮ ও নারী ২৩ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫৩ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাসায় দুইজনের মৃত্যু হয়েছে।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের ৩৫০টি সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিতে ২০ হাজার ৫৭১টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।

গত একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৪৭৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ছয় লাখ ৫৩ হাজার ১৫১ জন। সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া লোকজনের মধ্যে ৮৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব পাঁচজন, চল্লিশোর্ধ্ব পাঁচজন, পঞ্চাশোর্ধ্ব ১৭ জন এবং ষাটোর্ধ্ব ৫৬ জন রয়েছেন।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যু হওয়া ৮৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫২ জন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় পাঁচজন, বরিশালে চারজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে বাসিন্দা ছিলেন তিনজন।