বাংলাদেশে শীঘ্রই চালু হচ্ছে ভিভোর নিজস্ব ই-স্টোর

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো শীঘ্রই বাংলাদেশে চালু করতে যাচ্ছে নিজস্ব ই-স্টোর ‘ভিভো ই-স্টোর’। করোনা অতিমারির কারণে দেশে অনলাইন কেনাকাটা অনেক বেড়েছে। ক্রেতারা ক্রমেই ই-কমার্স এবং অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন। তাই ভিভো তাদের সর্বশেষ উদ্ভাবিত স্মার্টফোনগুলো সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি ই-স্টোর খোলার এই ঘোষণা দেয়। তবে, ইতোমধ্যে কোম্পানিটি দেশের অন্য শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম জিএন্ডজি, পিকাবু, রবিশপ এবং অথবা’তে পণ্য বিক্রি করছে।

ভিভো বাংলাদেশের এমডি মি. ডিউক বলেন, ‘এশিয়ায় দ্রুততম বিকশিত বাজারগুলোর মধ্যে একটি বাংলাদেশ। দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর অংশীদার হওয়া এবং বাজার এতো প্রশস্ত করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের ক্রেতাদের উন্নত মানের পণ্য সরবরাহের জন্য আমরা এখন শীঘ্রই ভিভো’র ই-স্টোর খোলার অপেক্ষায় রয়েছি।’ সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ২৫ এপ্রিল ২০২১ , ১২ বৈশাখ ১৪২৮ ১২ রমজান ১৪৪২

বাংলাদেশে শীঘ্রই চালু হচ্ছে ভিভোর নিজস্ব ই-স্টোর

image

গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো শীঘ্রই বাংলাদেশে চালু করতে যাচ্ছে নিজস্ব ই-স্টোর ‘ভিভো ই-স্টোর’। করোনা অতিমারির কারণে দেশে অনলাইন কেনাকাটা অনেক বেড়েছে। ক্রেতারা ক্রমেই ই-কমার্স এবং অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন। তাই ভিভো তাদের সর্বশেষ উদ্ভাবিত স্মার্টফোনগুলো সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি ই-স্টোর খোলার এই ঘোষণা দেয়। তবে, ইতোমধ্যে কোম্পানিটি দেশের অন্য শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম জিএন্ডজি, পিকাবু, রবিশপ এবং অথবা’তে পণ্য বিক্রি করছে।

ভিভো বাংলাদেশের এমডি মি. ডিউক বলেন, ‘এশিয়ায় দ্রুততম বিকশিত বাজারগুলোর মধ্যে একটি বাংলাদেশ। দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর অংশীদার হওয়া এবং বাজার এতো প্রশস্ত করতে পারা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমাদের ক্রেতাদের উন্নত মানের পণ্য সরবরাহের জন্য আমরা এখন শীঘ্রই ভিভো’র ই-স্টোর খোলার অপেক্ষায় রয়েছি।’ সংবাদ বিজ্ঞপ্তি।