ট্রাফিক সার্জেন্টের অভিযানে তটস্থ অবৈধ বাইক চালকরা

ঈশ্বরদীতে নারী ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতা ও দাপটের সঙ্গে অভিযান পরিচালনা করছেন। বৈধ কাগজ ও হেলমেট ছাড়া কোন বাইক চালক এই নারী সার্জেন্টের সামনে পড়লে আর রক্ষা নেই। জরিমানা ও মামলা ছাড়া নিস্তার পাচ্ছে না কেউই। তাই কাগজপত্র বিহীন মোটরবাইক চালকরা এখন তটস্থ। ভয়ে এই সার্জেন্টের চোখ এড়িয়ে চলার চেষ্টা করছে। ঈশ্বরদী শহরে ট্রাফিক সার্জেন্ট অপান্বিতা বৈরাগীর প্রায় দুই মাস হলো এসেছেন। এরইমধ্যে তার কর্মকা- মোটরবাইক ও অবৈধ বাহনের চালকদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, লকডাউনের মধ্যে চার শতাধিক মোটরবাইকের মামলা ও জরিমানা হয়েছে। এরমধ্যে ডিজিটাল প্রায় ১৫০টি ও এনালগ ২৫০টিরও বেশি। এসব মামলার বেশিরভাগই দায়ের হয়েছে সার্জেন্ট অপান্বিতার অভিযানে। অন্যান্য সার্জেন্টের সামনে পড়লে অনুনয়-বিনয় করলে বা প্রভাবশালী কারও ফোন পেয়ে মাফ করে দেয়ার নজির রয়েছে। কিন্তু এই নারী সার্জেন্টের কাছে আইনের বাইরে কোন কিছু নেই। কোন প্রভাবশালীর ফোন বা হুমকির তোয়াক্কা তিনি করেন না। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মামলা দায়ের ও জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভারি করছেন। এসব বিষয় নিয়ে সার্জেন্ট অপান্বিতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোন মতামত দিতে রাজি হননি। তার কর্মকা-ে অবৈধ কাগজপত্রহীন ও হেলমেটবিহীন ভুক্তভোগী মোটরবাইক চালকরা ক্ষুব্ধ হলেও সাধারণ মানুষ আইনের বিধিবিধান রক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন।

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১৩ বৈশাখ ১৪২৮ ১৩ রমজান ১৪৪২

ট্রাফিক সার্জেন্টের অভিযানে তটস্থ অবৈধ বাইক চালকরা

প্রতিনিধি, ঈশ্বরদী, পাবনা

ঈশ্বরদীতে নারী ট্রাফিক সার্জেন্ট অত্যন্ত সাহসিকতা ও দাপটের সঙ্গে অভিযান পরিচালনা করছেন। বৈধ কাগজ ও হেলমেট ছাড়া কোন বাইক চালক এই নারী সার্জেন্টের সামনে পড়লে আর রক্ষা নেই। জরিমানা ও মামলা ছাড়া নিস্তার পাচ্ছে না কেউই। তাই কাগজপত্র বিহীন মোটরবাইক চালকরা এখন তটস্থ। ভয়ে এই সার্জেন্টের চোখ এড়িয়ে চলার চেষ্টা করছে। ঈশ্বরদী শহরে ট্রাফিক সার্জেন্ট অপান্বিতা বৈরাগীর প্রায় দুই মাস হলো এসেছেন। এরইমধ্যে তার কর্মকা- মোটরবাইক ও অবৈধ বাহনের চালকদের মধ্যে ভীতির সঞ্চার করেছে। ঈশ্বরদী ট্রাফিক পুলিশের পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, লকডাউনের মধ্যে চার শতাধিক মোটরবাইকের মামলা ও জরিমানা হয়েছে। এরমধ্যে ডিজিটাল প্রায় ১৫০টি ও এনালগ ২৫০টিরও বেশি। এসব মামলার বেশিরভাগই দায়ের হয়েছে সার্জেন্ট অপান্বিতার অভিযানে। অন্যান্য সার্জেন্টের সামনে পড়লে অনুনয়-বিনয় করলে বা প্রভাবশালী কারও ফোন পেয়ে মাফ করে দেয়ার নজির রয়েছে। কিন্তু এই নারী সার্জেন্টের কাছে আইনের বাইরে কোন কিছু নেই। কোন প্রভাবশালীর ফোন বা হুমকির তোয়াক্কা তিনি করেন না। তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে মামলা দায়ের ও জরিমানা আদায় করে সরকারি কোষাগার ভারি করছেন। এসব বিষয় নিয়ে সার্জেন্ট অপান্বিতার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোন মতামত দিতে রাজি হননি। তার কর্মকা-ে অবৈধ কাগজপত্রহীন ও হেলমেটবিহীন ভুক্তভোগী মোটরবাইক চালকরা ক্ষুব্ধ হলেও সাধারণ মানুষ আইনের বিধিবিধান রক্ষায় সন্তোষ প্রকাশ করেছেন।