কিশোরগঞ্জে শনাক্ত ১১
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় গত শনিবার নতুন ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৪০ জন। ফলে টানা ১২ দিন কিশোরগঞ্জ জেলায় দৈনন্দিন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০০’র ওপরে থাকার পর শনিবার সংখ্যাটা ৪০০’র নিচে নেমে ৩৯৩ জনে দাঁড়াল। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত শনিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৯টি আর পুরনো চার রোগীর নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় নতুন ২টি আর পুরনো এক রোগীর নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতালে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১১টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন কুলিয়ারচরে ৪ জন, বাজিতপুরে ৩ জন, আর সদর, করিমগঞ্জ, ভৈরব ও ইটনায় একজন করে। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, কুলিয়ারচরে ৯ জন, কটিয়াদীতে ৭ জন, মিঠামইনে ৫ জন, আর করিমগঞ্জ ও তাড়াইলে ৩ জন করে।
নবাবগঞ্জে শনাক্ত ৭
প্রতিনিধি, দোহার (ঢাকা)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৪ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯৪৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৮৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন।
ঝালকাঠিতে শনাক্ত ৯
জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি
ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৯৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮৭০ জন। বর্তমানে ৪ জন হাসপাতাল ও ২৯৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।
সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১৩ বৈশাখ ১৪২৮ ১৩ রমজান ১৪৪২
কিশোরগঞ্জে শনাক্ত ১১
জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায় গত শনিবার নতুন ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে সুস্থ হয়েছেন ৪০ জন। ফলে টানা ১২ দিন কিশোরগঞ্জ জেলায় দৈনন্দিন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪০০’র ওপরে থাকার পর শনিবার সংখ্যাটা ৪০০’র নিচে নেমে ৩৯৩ জনে দাঁড়াল। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত শনিবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৯টি আর পুরনো চার রোগীর নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮১টি নমুনা পরীক্ষায় নতুন ২টি আর পুরনো এক রোগীর নমুনা পজিটিভ হয়েছে। অন্যদিকে সদরের জেনারেল হাসপাতালে র্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১১টি নমুনার সবগুলোই নেগেটিভ হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে আছেন কুলিয়ারচরে ৪ জন, বাজিতপুরে ৩ জন, আর সদর, করিমগঞ্জ, ভৈরব ও ইটনায় একজন করে। সুস্থ হয়েছেন সদরে ১৩ জন, কুলিয়ারচরে ৯ জন, কটিয়াদীতে ৭ জন, মিঠামইনে ৫ জন, আর করিমগঞ্জ ও তাড়াইলে ৩ জন করে।
নবাবগঞ্জে শনাক্ত ৭
প্রতিনিধি, দোহার (ঢাকা)
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৮৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল রোববার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৪ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৬ জনের নমুনা থেকে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৭ জনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট ৯৪৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্তের পর মোট সুস্থ হয়েছে ৮৩৩ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৬ জন।
ঝালকাঠিতে শনাক্ত ৯
জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি
ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ১১৯৩ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৫ জনের এবং সুস্থ হয়েছেন ৮৭০ জন। বর্তমানে ৪ জন হাসপাতাল ও ২৯৪ জন হোম আইসোলেশনে রয়েছেন। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।