করোনা মোকাবিলায় ৫৭৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের জন্য সরকার কর্মহীন মানুষের মানবিক সহায়তায় প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে। গতকাল রাজধানীর সচিবালয়ে সার্বিক ত্রাণ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলায় দেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এ বছরও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব সিটি করপোরেশনে শিশুখাদ্য ক্রয়ের জন্য আরও টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া এই টাকা দিয়ে শিশুখাদ্য ক্রয় করে তা বিতরণ করা হবে। এতে প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে।

তিনি বলেন, ‘জিআর ক্যাশ দিয়েছি ১২১ কোটি টাকা, ভিজিএফ দিয়েছি ৪৭২ কোটি টাকা। আর বড় সিটি করপোরেশনগুলোকে ৫৭ লাখ ও ছোট সিটি করপোরেশনগুলোকে ৩২ লাখ টাকা দিয়েছি। পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকেও টাকা দেয়া হয়েছে।’

ডা. এনামুর রহমান বলেন, এছাড়া করোনাভাইরাসসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকদের অনুকূলে সব সময় অর্থ বরাদ্দ রাখা হয়। ‘এ’ ক্যাটাগরি জেলার জন্য ৩ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি জেলার জন্য আড়াই লাখ ও ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য ২ লাখ টাকা করে সব সময় বরাদ্দ রাখা হয়। যা জেলা প্রশাসকরা যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যয় করতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি-সম্প্রতি কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা দেয়ার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ৩৫ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে। ডা. এনামুর আরও বলেন, এছাড়া হিটশকে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সাড়ে সাত কোটি টাকা মূল্যের প্যাকেটজাত খাবার ক্রয় করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, নুডুলস ও চিড়াসহ বিভিন্ন আইটেম রয়েছে। তিনি বলেন, দশ কেজি চালসহ প্রতিটি প্যাকেটের মধ্যে প্রায় ১৭ কেজি ওজনের খাদ্যসামগ্রী থাকবে। যা দিয়ে একটি পরিবারের প্রায় এক সপ্তাহ চলবে। আরও ১০ কোটি টাকার খাদ্যসামগ্রী কেনা হবে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য খুব শ্রীঘ্রই ৪০ কোটি টাকার ঢেউ টিন কেনা হবে বলে জানিয়ে তিনি বলেন, টিআর, কাবিখা খাতে তৃতীয় কিস্তিতে ৯৭৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর বাস্তবায়ন কাজ চলমান থাকায় কর্মহীন মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কালবৈশাখী, ঘূর্ণিঝড় ও বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে দেশের ৬৪টি জেলার জন্য ১ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে সেটা পর্যাপ্ত কিনা- এমন প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই পর্যাপ্ত নয়। কারণ যে সংখ্যক মানুষ কর্মহীন রয়েছে, তাকে সেখানে এই ৫০ থেকে ৫৭ লাখ টাকা কোন টাকাই না।

মেয়ররা বলেছেন, ৫০ লাখ টাকা না দিয়ে যদি ৫ কোটি টাকা দেন তাও এখানে কুলাবে না। আমরা বলেছি, প্রধানমন্ত্রী আমাদের নগরের দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন, নগরে কর্মহীন মানুষের সংখ্যা বেশি। আমরা প্রস্তুত আছি, এটা বিতরণ করুন। আবার চাহিদা পাঠান, আমরা বরাদ্দ দেব।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমদানি, লোকাল ক্রয় এবং বোরো উৎপাদন মিলিয়ে আমরা মজুদের ক্ষেত্রে স্বস্তিকর অবস্থায় আছি। আমাদের খাদ্য সংকট হবে না। আমাদের সরকারের সামর্থ্য আছে, যতদিন প্রয়োজন আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাব।’

আরও খবর
রাজনৈতিক সদিচ্ছা ও জবাবদিহিতার অভাবে পুরান ঢাকায় মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে : টিআইবি
ঢাকামুখী মানুষের ঢল
স্বাস্থ্যবিধি না মানলে ফের কঠোর লকডাউন কাদের
কারাগারে হেফাজত নেতাদের বিধিবহির্ভূত সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগ
হাওরের সোনালী ফসলের হাসি থাকতে হবে কৃষকের মুখেও কৃষিমন্ত্রী
জঙ্গির সঙ্গে পাকিস্তানে ছিলেন মামুনুল পুলিশ
সপ্তম দফা ভোট আজ সন্ত্রাসমুক্ত রাখতে বদ্ধপরিকর ইসি
গোয়ালন্দে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ তিনজন গ্রেপ্তার
একমাত্র শিশুপুত্রকে নিয়ে জীবনযুদ্ধে রীমা রানী দাশ
চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার
মসজিদের মাইকে ঘোষণা দেয়া দুই ইমাম গ্রেপ্তার
নির্মাণকাজে বিল জালিয়াতি

সোমবার, ২৬ এপ্রিল ২০২১ , ১৩ বৈশাখ ১৪২৮ ১৩ রমজান ১৪৪২

করোনা মোকাবিলায় ৫৭৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের লকডাউনের জন্য সরকার কর্মহীন মানুষের মানবিক সহায়তায় প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে। গতকাল রাজধানীর সচিবালয়ে সার্বিক ত্রাণ বরাদ্দ ও বিতরণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের অভিঘাত মোকাবিলায় দেশে চলাচল সীমিতকরণের নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রান্তিক জনগোষ্ঠীসহ কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার গত বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রীসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করেছিল।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এ বছরও করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন মানুষের মানবিক সহায়তায় এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের সব সিটি করপোরেশনে শিশুখাদ্য ক্রয়ের জন্য আরও টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ দেয়া এই টাকা দিয়ে শিশুখাদ্য ক্রয় করে তা বিতরণ করা হবে। এতে প্রায় ১ কোটি ২৪ লাখ পরিবার উপকৃত হবে।

তিনি বলেন, ‘জিআর ক্যাশ দিয়েছি ১২১ কোটি টাকা, ভিজিএফ দিয়েছি ৪৭২ কোটি টাকা। আর বড় সিটি করপোরেশনগুলোকে ৫৭ লাখ ও ছোট সিটি করপোরেশনগুলোকে ৩২ লাখ টাকা দিয়েছি। পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোকেও টাকা দেয়া হয়েছে।’

ডা. এনামুর রহমান বলেন, এছাড়া করোনাভাইরাসসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসকদের অনুকূলে সব সময় অর্থ বরাদ্দ রাখা হয়। ‘এ’ ক্যাটাগরি জেলার জন্য ৩ লাখ টাকা, ‘বি’ ক্যাটাগরি জেলার জন্য আড়াই লাখ ও ‘সি’ ক্যাটাগরি জেলার জন্য ২ লাখ টাকা করে সব সময় বরাদ্দ রাখা হয়। যা জেলা প্রশাসকরা যেকোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ব্যয় করতে পারেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি-সম্প্রতি কর্মহীন মানুষকে আর্থিক সহায়তা দেয়ার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রায় ৩৫ লাখ পরিবারকে ২ হাজার ৫০০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে। ডা. এনামুর আরও বলেন, এছাড়া হিটশকে ক্ষতিগ্রস্ত এক লাখ কৃষক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য সাড়ে সাত কোটি টাকা মূল্যের প্যাকেটজাত খাবার ক্রয় করা হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনি, নুডুলস ও চিড়াসহ বিভিন্ন আইটেম রয়েছে। তিনি বলেন, দশ কেজি চালসহ প্রতিটি প্যাকেটের মধ্যে প্রায় ১৭ কেজি ওজনের খাদ্যসামগ্রী থাকবে। যা দিয়ে একটি পরিবারের প্রায় এক সপ্তাহ চলবে। আরও ১০ কোটি টাকার খাদ্যসামগ্রী কেনা হবে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বিতরণের জন্য খুব শ্রীঘ্রই ৪০ কোটি টাকার ঢেউ টিন কেনা হবে বলে জানিয়ে তিনি বলেন, টিআর, কাবিখা খাতে তৃতীয় কিস্তিতে ৯৭৩ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর বাস্তবায়ন কাজ চলমান থাকায় কর্মহীন মানুষ এই কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, কালবৈশাখী, ঘূর্ণিঝড় ও বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার আগাম প্রস্তুতি হিসেবে দেশের ৬৪টি জেলার জন্য ১ কোটি ৭৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

সিটি করপোরেশন এলাকায় যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে সেটা পর্যাপ্ত কিনা- এমন প্রশ্নের জবাবে ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই পর্যাপ্ত নয়। কারণ যে সংখ্যক মানুষ কর্মহীন রয়েছে, তাকে সেখানে এই ৫০ থেকে ৫৭ লাখ টাকা কোন টাকাই না।

মেয়ররা বলেছেন, ৫০ লাখ টাকা না দিয়ে যদি ৫ কোটি টাকা দেন তাও এখানে কুলাবে না। আমরা বলেছি, প্রধানমন্ত্রী আমাদের নগরের দিকে বিশেষ দৃষ্টি দিতে বলেছেন, নগরে কর্মহীন মানুষের সংখ্যা বেশি। আমরা প্রস্তুত আছি, এটা বিতরণ করুন। আবার চাহিদা পাঠান, আমরা বরাদ্দ দেব।’ অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমদানি, লোকাল ক্রয় এবং বোরো উৎপাদন মিলিয়ে আমরা মজুদের ক্ষেত্রে স্বস্তিকর অবস্থায় আছি। আমাদের খাদ্য সংকট হবে না। আমাদের সরকারের সামর্থ্য আছে, যতদিন প্রয়োজন আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাব।’