তিন জেলায় করোনায় মৃত্যু ১ শনাক্ত ৩৫

কিশোরগঞ্জে শনাক্ত ১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন। তবে গতকাল সোমবার থেকে আপাতত টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১০টি এবং পুরনো ৭ রোগির নমুনা পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় দু’জনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৬ জন, কটিয়াদীতে ৩ জন, হোসেনপুরে ২ জন আর ভৈরবে একজন। আর সুস্থ হয়েছেন ভৈরবে ১১ জন, সদরে ১০ জন, বাজিতপুরে ৯ জন, হোসেনপুরে ৬ জন, পাকুন্দিয়ায় ৩ জন আর কুলিয়ারচরে একজন। ফলে রোববার জেলায় চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা ছিল ৩৬৫ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ থাকবে।

নবাবগঞ্জে শনাক্ত ৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫১ জন। মোট সুস্থ হয়েছে ৮৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৫ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৩ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫১ জন।

ঝালকাঠিতে মৃত্যু ১ আক্রান্ত ১৭

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার সায়েম হাওলাদার (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুররণ করেছে। সে এই গ্রামের মৃত আজিজ হাওলাদারের পুত্র। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা থেকে ১৭ জনের পজেটিভ ও ২৬ জনের নিগেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে নলছিটি উপজেলায় ১১ জন, ঝালকাঠি সদর উপজেলায় ৫ জন ও রাজাপুর উপজেলায় ১ জন রয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ৫০৮৯ জনের নমুনা পরীক্ষা থেকে ১২১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ জনের এবং সুস্থ হয়েছে ৮৭০ জন।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

তিন জেলায় করোনায় মৃত্যু ১ শনাক্ত ৩৫

কিশোরগঞ্জে শনাক্ত ১২

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে দু’টি ল্যাবের পরীক্ষায় নতুন ১২ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ৪০ জন। তবে গতকাল সোমবার থেকে আপাতত টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ রাখা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোববার সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১০টি এবং পুরনো ৭ রোগির নমুনা পজিটিভ হয়েছে। আর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষায় দু’জনের এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ৬ জন, কটিয়াদীতে ৩ জন, হোসেনপুরে ২ জন আর ভৈরবে একজন। আর সুস্থ হয়েছেন ভৈরবে ১১ জন, সদরে ১০ জন, বাজিতপুরে ৯ জন, হোসেনপুরে ৬ জন, পাকুন্দিয়ায় ৩ জন আর কুলিয়ারচরে একজন। ফলে রোববার জেলায় চিকিৎসাধীন করোনা রোগির সংখ্যা ছিল ৩৬৫ জন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্ধৃতি দিয়ে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টিকার প্রথম ডোজ প্রদান বন্ধ থাকবে।

নবাবগঞ্জে শনাক্ত ৩

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫১ জন। মোট সুস্থ হয়েছে ৮৪৪ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৭ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল সোমবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৫ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৮ জনের নমুনা থেকে নতুন করে আরও ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া ৩ জনের চিকিৎসা-সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫১ জন।

ঝালকাঠিতে মৃত্যু ১ আক্রান্ত ১৭

জেলা বার্তা পরিবেশক, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকার সায়েম হাওলাদার (৪৫) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুররণ করেছে। সে এই গ্রামের মৃত আজিজ হাওলাদারের পুত্র। গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭জন। জেলায় গত ২৪ ঘন্টায় ৪৩ জনের নমুনা পরীক্ষা থেকে ১৭ জনের পজেটিভ ও ২৬ জনের নিগেটিভ রিপোর্ট এসেছে। এদের মধ্যে নলছিটি উপজেলায় ১১ জন, ঝালকাঠি সদর উপজেলায় ৫ জন ও রাজাপুর উপজেলায় ১ জন রয়েছে। এই নিয়ে জেলায় এ পর্যন্ত ৫০৮৯ জনের নমুনা পরীক্ষা থেকে ১২১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৬ জনের এবং সুস্থ হয়েছে ৮৭০ জন।