করোনা টিকা গ্রহণে শীর্ষে সীতাকুণ্ড

সারাদেশের প্রতিটি মানুষের টিকা নেওয়া শুরু করার পর থেকে এখন পর্যন্ত পুরো বাংলাদেশের সবগুলো উপজেলার মধ্যে সীতাকুণ্ড করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে অবস্থান করছেন। এখন পর্যন্ত সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৪২৯ জন মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছে। একই সাথে দ্বিতীয় ডোজ নিয়েছে উপজেলার প্রায় ১১ হাজার ৪২৯ জন। যা পুরো বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে সর্বাধিক। গত ৭ই ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এখন পর্যন্ত এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৫৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৫৯৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশসহ মৃত্যু বরণ করেন ২০ জন। টিকা নিতে আসা কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, প্রথম ডোজ নেওয়ার পর থেকে তারা ভালো আছেন। দ্বিতীয় ডোজ নিতে আসা দিলীপ কুমার বিশ্বাস জানান প্রথম ডোজ নেওয়ার পর সামান্য জ্বর হয়। এছাড়া কোন ধরনের সমস্যা হয়নি। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড উপজেলা পুরো বাংলাদেশের মধ্যে এক নাম্বারে রয়েছে।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

করোনা টিকা গ্রহণে শীর্ষে সীতাকুণ্ড

প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সারাদেশের প্রতিটি মানুষের টিকা নেওয়া শুরু করার পর থেকে এখন পর্যন্ত পুরো বাংলাদেশের সবগুলো উপজেলার মধ্যে সীতাকুণ্ড করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে প্রথম স্থানে অবস্থান করছেন। এখন পর্যন্ত সীতাকুণ্ডের নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৭ হাজার ৪২৯ জন মানুষ প্রথম ডোজ টিকা নিয়েছে। একই সাথে দ্বিতীয় ডোজ নিয়েছে উপজেলার প্রায় ১১ হাজার ৪২৯ জন। যা পুরো বাংলাদেশের উপজেলাগুলোর মধ্যে সর্বাধিক। গত ৭ই ফেব্রুয়ারি সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এখন পর্যন্ত এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৬৫৭ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৫৯৫ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশসহ মৃত্যু বরণ করেন ২০ জন। টিকা নিতে আসা কয়েক জনের সাথে কথা বললে তারা জানান, প্রথম ডোজ নেওয়ার পর থেকে তারা ভালো আছেন। দ্বিতীয় ডোজ নিতে আসা দিলীপ কুমার বিশ্বাস জানান প্রথম ডোজ নেওয়ার পর সামান্য জ্বর হয়। এছাড়া কোন ধরনের সমস্যা হয়নি। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ জানান, করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে উপজেলাগুলোর মধ্যে সীতাকুণ্ড উপজেলা পুরো বাংলাদেশের মধ্যে এক নাম্বারে রয়েছে।